রক্তের চিনি পর্যবেক্ষনে মাইক্রসফটের কন্টাক লেন্স
তারবিহীন একটি কন্টাক লেন্স, যেটি রক্তে উপস্থিত চিনির পরিমান জানান দিবে এবং লেন্সেই রঙ বদলাবে; এমন প্রকল্পেই কাজ একসাথে করছে মাক্রোসফট ও ওয়াশিংশন বিশ্ববিদ্যালয়।
এক ভিডিওতে ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের অধ্যাপক বাবক পারভেজ সংক্ষেপে জানান,
“We’ve been able to put a glucose sensor on a contact lens and show that it can detect glucose at levels that are found in the tear film,”
তিনি আরো যুক্ত করেন
“Our broader group has actually designed and built small radios that can interface with this glucose sensor and send out information wirelessly.”
অর্থাৎ তারা লেন্সের মধ্যে গ্লুকোজ সেন্সর বসাতে সক্ষম হয়েছে এবং দেখা গেছে এটা টিয়ার ফিল্মের মাধ্যমেই রক্তে গ্লুকোজের মাত্রা নির্ধারনে সক্ষম। গবেষকরা ক্ষুদে একটি রেডিও তৈরি করেছেন যা তারবিহীনভাবে তথ্য পাঠাতে সক্ষম।
গবেষকরা বলছেন, ডায়াবেটিক রোগীর শরীরে সুই ফুটিয়ে রক্ত পরীক্ষার ঝামেলা থেকে মুক্তি দেবে মাইক্রোসফট-এর কন্ট্যাক্ট লেন্স। এখনও এ লেন্স নিয়ে পরীক্ষা করছে মাইক্রোসফট। তবে, গবেষকরা আশা করছেন খুব শিগগিরই এ যন্ত্রটি বাজারে চলে দেখা যাবে।
মূল খবরঃ গিগম্যাগ