তথ্য-প্রযুক্তিতে বিকাশ ও স্বাধীনতার লক্ষ্যে টেকমাষ্টার ব্লগের যাত্রা শুরু
বাংলা ভাষা-ভাষীদের মধ্য থেকে তথ্য ও প্রযুক্তি প্রেমীদের নতুন আবাস হিসেবে ২৬ শে মার্চ অফিশিয়ালি পথ চলতে শুরু করলো টেকমাষ্টারব্লগ। এই ব্লগে যেমন থাকবে তথ্য-প্রযুক্তিত প্রেমী, তেমনি এ বিষয়ে আগ্রহীদের জন্য থাকবে বিভিন্ন সুযোগ-সুবিধা। গতানুগতিক টেক ব্লগিং প্লাটফরমগুলর থেকে একটু ভিন্ন কিছুর ছোয়াও থাকবে এই প্লাটফরমে।
এখানে তথ্য-প্রযুক্তি বিষয়ক ব্লগ পোষ্ট তো থাকবেই, সাথে থাকবে সর্বশেষ টেক বিশ্বের খবরা খবর। অর্থাৎ ব্লগের পাশাপাশি সংবাদ মাধ্যম হিসেবেও একে এগিয়ে নেওয়া হবে সমান তালে।
এই প্লাটফরমে আন্তর্জাতিক ও জাতীয় খবরাখবর তো থাকবেই, পাশাপাশি ব্যাক্তি পর্যায়ের খবর গুলোও সবাই তুলে আনার চেষ্টা করবেন, যা টেকমাষ্টারব্লগ সাধুবাদ জানাবে।
এছাড়াও আরো যে ব্যাপারে আমরা টেকমাষ্টারব্লগ অন্যদের চেয়ে ভিন্ন গুনাগুন বজায় রাখবো তাহলঃ
২. টেক-বিনিময়
৩. তাজা-খবর
এছাড়াও প্রতিনিয়ত আসবে সময় উপযোগী বিভিন্ন সুযোগ-সুবিধা।
বিভিন্ন টেকব্লগিং প্লাটফরম থাকার পরও কেন টেকমাষ্টারব্লগের প্রয়োজন?? এমন প্রশ্ন অনেকেরই আসতে পারে, তাদের প্রশ্নের জবাবের একাংশ তো উপরে বলাই হয়েছে, পাশাপাশি অন্যদের ভুলগুলোকে শুধরে এগিয়ে যাবার প্রত্যয়ে আমরা টেকমাষ্টারব্লগ পরিবার যাত্রা শুরু করলাম আমাদের যাত্রা।
সকল স্তরের টেক প্রেমীরাই এতে অংশগ্রহন করবেন এবং এগিয়ে নিয়ে যাবেন সেই প্রত্যাশায় আপনি এবং আপনার বন্ধুদের সবাইকে সাদর আমন্ত্রন রইলো 🙂
– কর্তৃপক্ষ
টেকমাষ্টারব্লগ
শুভ কামনা রইল টেকমাষ্টার ব্লগের জন্য
একদল তরুণ টেকি দ্বারা ব্লগটি এগিয়ে যাবে সেই প্রত্যাশাই করি…. শুভ কামনা….
যাত্রা শুভ হোক আমিন
শু স্বাগতম। টেক মাস্টার ……….এখন শুধু এগিয়ে চলা
জয় হবে টেকমাস্টার ব্লগের…..জয় হোক…. শত তারার মাঝে একটি চাঁদ হিসেবে বেচে থাক প্রতিটি প্রযুক্তিপ্রেমির অন্তরে….যুগ যুগ ধরে…
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
শু স্বাগতম। টেক মাস্টার এগিয়ে যাক বহুদূর। সেই কামনা রইল