টিপস/ট্রিক্স

স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলুন স্প্যাম মেইল

টেকপ্রেমী তুহিন আজকে দেখাচ্ছেন কিভাবে জিমেইলের স্প্যাম মেইল গুলকে স্বয়ংক্রিয়ভাবে মুছবেন, সাথে থাকছে টেকমাষ্টারব্লগের পক্ষ থেকে ভিডিও টিউটোরিয়াল সম্পূর্ন বাংলায় 🙂

স্প্যাম মেইল অনেক সময় বিরক্তির কারণ হয়ে দাড়ায়। তবে জিমেইলে আসা স্প্যাম মেইল চাইলেই স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলা যায়।

এজন্য প্রথমে

১. জিমেইলে লগ-ইন করে উপরের দিকে ডান পাশের সেটিং বাটনে ক্লিক করতে হবে।

স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলুন স্প্যাম মেইল 2

২. নতুন পেজে আসা বিভিন্ন ট্যাব থেকে Filters ট্যাবে ক্লিক করতে হবে।

স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলুন স্প্যাম মেইল 3

৩. এখন নিচ থেকে Create a New Filter এ ক্লিক করতে হবে।

৪. নতুন পপ-আপ উইন্ডোতে কয়েকটি ফিল্ড পূরণের জন্য দেখাবে।

৫. সেখান থেকে Has the Words ফিল্ডে in:spam লিখতে হবে।

স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলুন স্প্যাম মেইল 4

৬. এরপর নিচের দিকে ডান পাশের Create Filter with this Search এ ক্লিক করতে হবে।

স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলুন স্প্যাম মেইল 5

৭. পরবর্তী পপ-আপ বক্সে Delete it চেক মার্ক বক্স ও নিচের দিকে Apply filter to এর পাশের ঘরে টিক চিহ্ন দিয়ে Create Filter বাটনটিতে ক্লিক করতে হবে।

তাহলে নতুন একটি ফিন্টার খুলবে। এখন থেকে জিমেইলে কোনো স্প্যাম মেইল আসলে সেটি স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে।

নতুন ইন্টারফেসের পদ্ধতি সামান্য ভিন্ন হতে পারে, সেক্ষেত্রে ভিডিও টিউটোরিয়ালটিও দেখে নিতে পারেন

স্প্যাম মেইল মুছুন স্ব্যংক্রিয়ভাবেই

5 thoughts on “স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলুন স্প্যাম মেইল

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।