ইউটিউবসহ সকল অনলাইন মিউজিক, ভিডিও রেকর্ড/ডাউনলোড হবে টুলবার দিয়েই
আজ অনেকদিন পর আবার ব্লগপোষ্ট করতে বসলাম। অনেকদিন ধরে ভাবছিলাম যে ব্লগপোষ্ট করব কিন্তু সময়ের অভাবে করতে পারি নি। কিন্তু গতকাল থেকে যেই একটু সময় পেয়েছি আর ব্লগপোষ্ট করতে শুরু করেছি, এতেও বিদ্যুৎ এর বাধা। বারবার বিদ্যুৎ আসা যাওয়ার কারণে লেখা শেষ করেও করতে পারি না। আর আজকেতো ৫ ঘন্টা বিদ্যুৎই ছিলনা। যাক সেকথা এবার কাজের কথায় আসি।
যখন ইন্টারনেটের সাথে পরিচিত হই তখন থেকেই ইউটিউব আমার কাছে কখনও শিক্ষক , মুভিথিয়েটার আবার কখনও জ্ঞানের ভান্ডার হিসেবে পরিচিতি পেয়েছে। তাই কখনো কোন জিনিস না বুঝলে ছুটে যাই ইউটিউবের কাছে, কিন্তু আমার একটাই সমস্যা ছিল আর তা হল অনলাইনে বসেই দেখার অভ্যাস। অনেক্ষণ ধরে লোডিং করে পরে মজা করে দেখতাম। তাই মাঝেমধ্যে আফসোস করতাম, ইস ভিডিওটাতো দেখলাম যদি সেভ করে রাখতে পারতাম তাহলে খুব ভাল হত তাহলে ব্যান্ডউইথ বাঁচত। আমার খরচ ও কমতো। পরে এ বিষয়ে বড় ভাইদের সহযোগিতা চাইলাম কিন্তু কেউ আমাকে সেভাবে সহযোগিতা করতে পারলো না তারপর শেষে সিদ্ধান্ত নিলাম যে মামুর কাছে যাই। দেখি এ শেষ ভরসায় কিছু হয় কিনা। অবশেষে মামু আমাকে নিরাষ করেনি। খোঁজ পেলাম এই ফ্রিকোর্ডার নামের এই টুলবারটি কিন্তু এরই মধ্যে যে কত সফটওয়্যার সেট আপ আর আনইনস্টল দিয়েছি তার কোন ইয়ত্তা নেই একেতো আমার সমস্যার সমাধন হলোই তারপর পেলাম আরো অনেক বাড়তি সুবিধা তাহলে আসুন দেখি এই সফটওয়্যারটি আমাদের আরো কি কি বাড়তি সুবধা দিবে
- ১ অনলাইনে যে কোন ভিডিও সেভ এবং ইউটিউব ভিডিও সরাসরি ডাউনলোড করার সুবিধা
- ২ অনলাইন মিউজিকস্টেশনের মিউজিক কিংবা গানগুলো রেকর্ড করার সুবিধা
- ৩ অডিও ভিডিও কনভার্ট করার সুবিধা
- ৪ টিভি দেখার সুবিধা
- ৫ সার্চবারে আলাদাভাবে সার্চ করার সুবিধা
এবার টুলবারটি নিম্নে থেকে ডাউনলোড করে নিন
Pingback: হরতালে হবে বিনোদন: পাইরেটস অব দা সিলিকন ভেলি(১৯৯৯) নিয়ে বসে পড়ুন | তথ্য-প্রযুক্তিতে এফএম এর আড্ড
ami use korsilam amar kasha valo mona hoyasa.
অন্য ব্রাউজারে ব্যাবহার করে দেখি নাই তবে আপনি মজিলায় সুন্দরভা্বে এবং এর আসল মজাটা উপেভোগ করতে পারবেন
মন্তব্যর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ….
Eita ki sob browser a kaj korba naki?