টেক-ফান

পিসিতে বসে বিরক্ত? মনিটর ভাঙ্গুন/জ্বালান

রাগান্বিত

আমরা যারা অনক্ষণ ধরে কম্পুতে বসে থাকি তাদের মাঝে মধ্যে বিরক্ত ধরে যায়৤ একঘেয়ামীতে জীবন আবদ্ধ হয়৤ তখন মন চায় ভিন্ন কিছু করার৤ হয়ত গান শুনলেন, চরম গরম একটা ছবি দেখলেন, কিংবা গেম্স খেললেন৤ তাতেও মন ভরলো না৤ মন বলে এইটা না অন্য কিছু৤ এমন সময় এই স্ট্রীচ নামক সফটওয়্যারটা আপনাকে বাড়তি কিছু আনন্দ দিবে যা আপনার কাজে উৎফুল্ল ভাব এনে দিবে৤ এটি দিয়ে আপনি আপনার মনিটর হাতুরি দিয়ে পিটিয়ে ভেঙ্গে ফেলতে পারবেন৤           আগুন দিয়ে ঝলসিয়ে দিতে পারবেন৤ আর গান দিয়ে আপনার মনিটরের স্ক্রীনকে ঝাঝরা করে দিতে পারবেন৤ এতে আপনার মনিটরের কোন ক্ষতি হলে কিন্তু আমার উপর কোন দোষ দিবেন না৤ আপনি আরো অনেক মজা করতে পারবেন এই সফটটা দিয়ে৤  কি কি মজা মারতে পারবেন তা বলে আর সময় নষ্ট করতে চাইনা৤ আপনি নিজে মজা নিয়ে নিন৤
তাই প্রথমে আপনাকে ফাইলটি ডাউনলোড করে নিতে হবে৤
প্রথম স্ক্রীণসর্ট ঃ

সফ্টওয়্যারটি ইনস্টল দিলে এই উইন্ডো আসবে তখন — Peter লেখাটি ক্লিক করুন৤ এখন শুধু হাতুরি টি আসবে৤

অনান্য মজার টুলসগুলি আনতে হলে মাউসের রাইট বাটন ক্লিক করুন৤

পিসিতে বসে বিরক্ত? মনিটর ভাঙ্গুন/জ্বালান 2

 

দ্বিতীয় স্ক্রীণসর্ট

মাউসের রাইট বাটন ক্লিক করলেই এই উইন্ডোটি দেখতে পারবেন৤ এতে আপনি  অনেক টুল্স পেয়ে যাবেন৤

পিসিতে বসে বিরক্ত? মনিটর ভাঙ্গুন/জ্বালান 3

 

ডাউনলোড লিংক ঃ 

http://www.mediafire.com/?hzvhj5clq0om98e

♦♦♦ ভাল লাগলে কমেন্টস করতে ভুলেবেন না যেন৤

আর টেকমাসটার ব্লগের সংগেই থাকুন৤ থাকুন বাংলা প্রযুক্তির সংগে৤ ♦♦♦

 

 

6 thoughts on “পিসিতে বসে বিরক্ত? মনিটর ভাঙ্গুন/জ্বালান

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।