টিপস/ট্রিক্স

জেডাউনলোডারঃ মিডিয়াফায়ার প্রোর বিকল্প; সাথে আকর্ষণীয় উপহার

 ডাউনলোডপ্রেমীদের জন্য একটি সুখবর নিয়ে এলেন আমাদের এই টেকপ্রেমী। যারা সব সময় কিছুনা কিছু ডাউনলোড করেন তাদের জন্য মিডিয়াফায়ারের ভাল বিকল্প এখনো তৈরী হয়নি। আর মিডিয়াফায়েরি একসাথে পুরো ফোল্ডার ডাউনলোড দিতে গেলে পোহাতে হয় নানা রকমের ঝামেলা, লাগে প্রো একাউন্ট। কিন্তু এই ব্লগপোষ্টেই আছে বিনা খরছে কাজটি সারার ও ডাউনলোডের জন্য একটি চমৎকার ফ্রী সফটয়ারের বর্ননা। তাহলে আর দেরী কেন …

কিছু কথা
_____________________________________________________________________ 

অনেকদিন জাবত বাংলা টেকব্লগ গুলো থেকে অনেক কিছুই শিখেছি দিতে পারিনি কিছুই। যে বিষয় নিয়ে লিখবো ভাবি খুজে দেখি আগেই এই বিষয় নিয়ে লেখা হয়ে গেছে। আজ একটি বিষয় নিয়ে লিখবো হয়ত এটা নিয়ে আগে লেখা হয়নি আথবা আমার চোখে পরেনি। 

কাজের কথা
____________________________________________________________________

মিডিয়াফায়ার থেকে একসাথে অনেক গুলো ফাইল অথবা ফোল্ডার নামাতে হলে প্রো একাউন্ট কিনতে হয়। আর সহজে অনলাইন প্রো একাউন্ট ফ্রিতে পাওয়াও জায়না। কুকি দিয়ে তো আরও ভেজাল। আর যেসব একাউন্ট/কুকি পাওয়া যায় বেসিরভাগ হয় ভুয়া।

আসুন কাজ করি
_____________________________________________________________________

১# এখানে ক্লিক করে Jdownloader তি ডাউনলোড করুন। 

২# সফটওয়্যার টি ইন্সটল করুন। সফটওয়্যার টি ফ্রি তাই ক্রেক/সিরিয়াল ভেজাল নেই।

৩# এবার সফটওয়্যার টি ডেক্সটপ থেকে ওপেন করুন । [*ছবি ১]

জেডাউনলোডারঃ মিডিয়াফায়ার প্রোর বিকল্প; সাথে আকর্ষণীয় উপহার 2
৪# এবার [*ছবি ২] এর মত প্রথমে লিংক > এরপর এড লিংক > এরপর এড ইউআরএল ক্লিক করুন।

জেডাউনলোডারঃ মিডিয়াফায়ার প্রোর বিকল্প; সাথে আকর্ষণীয় উপহার 3

৫# এবার একটি বক্স ওপেন হবে যেখানে আপনি মিডিয়াফায়ার এর লিংক টি দিবেন। এবং পার্স ইউআরএল বাটন টিতে ক্লিক করুন। [*ছবি ৩]

জেডাউনলোডারঃ মিডিয়াফায়ার প্রোর বিকল্প; সাথে আকর্ষণীয় উপহার 4

৬# আপনি দেকবেন মিডিয়াফায়ার সব ফাইল গুলো এথানে এড হয়েছে। এরপর [*ছবি ৪] এর মত কন্টিনিউ উইথ অল ক্লিক করুন।

জেডাউনলোডারঃ মিডিয়াফায়ার প্রোর বিকল্প; সাথে আকর্ষণীয় উপহার 5

৭# কাজ শেষ ডাউনলোড শুরু হয়ে গেছে ♥ আপনার ইন্টারনেট স্পীড ভাল হলে একসাথে অনেক গুলো ডাউনলোড করতে [*ছবি ৫] দেখুন।

জেডাউনলোডারঃ মিডিয়াফায়ার প্রোর বিকল্প; সাথে আকর্ষণীয় উপহার 6

 

◊ যারা উপহার এর জন্য অপেক্ষা করছেন তাদের অপেক্ষার পালা শেষ।

#আমার এন্ড্রইড থিমটি ডাউনলোড এখানে কিল্ক করুন।[উইনডোস সেভেন 32বিট এর জন্য]
৪৮৬ বাংলা গল্প ,উপন্যাস ইবুক ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

 

প্রথম কোন ব্লগ এ লিখলাম ভুলগুলো ধরিয়ে দিবেন।ভুল না পেলে দ্বিতীয়বার লিখার জন্য কমেন্ট করতে ভুলবেন না যেন :P

3 thoughts on “জেডাউনলোডারঃ মিডিয়াফায়ার প্রোর বিকল্প; সাথে আকর্ষণীয় উপহার

  • সুন্দর পোষ্ট তবে মিডিয়াফায়ার প্রোতে আনলিমিটেড ফাইল আপ্লোড করা যায় আমি সেই শুবিধাটা চাচ্ছিলাম সেটা কি সম্ভব

    Reply
  • রাজ পুত্র দেখি দারুন ভাবে কথা বলতে পারে 🙂
    পোষ্ট দারুন হয়েছে…
    চালিয়ে যান…

    Reply

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।