ফেইসবুকে মোবাইল শেয়ার লিংক তৈরী ও ছোট করা
অনেক সময়ই কোন ফেসবুক লিংক ছোট করা কিংবা ঐ লিংক শেয়ার করার ক্ষেত্রে ফেসবুক লিংক ছোট করার প্রয়োজন পড়তে পারে। টেকপ্রেমী তুসিনের এই ব্লগপোষ্টটিতে পড়ুন কিভাবে ফেইসবুকে মোবাইল শেয়ার লিংক তৈরী ও ছোট করা যায়
ইদানিং ফেইসবুকে বেশির ভাগ পেইজে কোন স্ট্যাটাস এর নিচে দেওয়া থাকে মোবাইল শেয়ার লিংক। দেখুন কি ভাবে ফেইসবুকে মোবাইল শেয়ার লিংক তৈরী করা যায়।
১ম ধাপঃ
সর্ব প্রথম আপনাকে যা করতে হবে,তা হল আপনার পোস্টের লিঙ্কের শুরুতে http://www.facebook.com/share.php?u এই লেখাটুকু লিখতে হবে,লিখে php?u এর পর একটা সমান ( = ) চিহ্ন দিতে হবে। এই রকম হবে দেখতে php?u=
২য় ধাপঃ
এর পর = চিহ্নের পর আপনি যে স্ট্যাটাস ,নোট বা ফটোর মোবাইল শেয়ার লিঙ্ক বানাতে চান,তার URL (লিঙ্ক) টি কপি করে পেস্ট করুন।
যেমন-এই পোস্টটির URL (লিঙ্ক) নিয়ে পেস্ট করলে নিচের URL টি পাওয়া যায়। http://facebook.com/share.php?u=facebook.com/TechMasterBlog
আপনার কাঙ্ক্ষিত স্ট্যাটাস, নোট বা ফটো শেয়ার করতে পারেন মোবাইল থেকে। কিন্তু লিঙ্কটি আকারে বেশ বড়। একে ছোট করতে হবে
৩য় ধাপঃ
যেহেতু লিঙ্কটি (URL) আকারে অনেক বড়,তাই দেখতে খুব ভালো দেখায় না,সেহেতু লিঙ্কটির আকার ছোট করার জন্য আমরা একটা ওয়েবসাইটটির এর সাহায্য নিবো,আর তা হলো
http://bitly.com/
এখানে সাইন ইন করে উপরের বিশাল ফেসবুক লিঙ্কটি খুব সহজেই ছোট একটি লিঙ্কে (URL) পরিনত করতে পারি।
যেমন-এই ফটোর URL টি bitly.com এ দেওয়ার পর এই রকম হয়ে যায়- http://on.fb.me/HfkyMc
আশা করি কাজ হবে………….
পূর্ব প্রকাশ – তুসিনের জল-জোছনায়
অনেকেই এটা চায়