টিউটোরিয়াল

ফটোশপে ছবির আকার পরিবর্তন করা – বিস্তারিত টিউটোরিয়াল

বিসমিল্লাহির রহমানির রহিম

আশা করি সবাই ভাল আছেন। আজ একটা সহজ বিষয় নিয়ে পোষ্ট করছি। কিন্তু সহজ হলেও পোষ্টটা একবার চোখ বুলিয়ে নিন, নতুন কিছু আশা করি পাবেন 🙂

শুরু করা যাক।

প্রথমেই বলে নেই এই টিউটোরিয়ালটা ফটোশপ সিএস-৫ এ তৈরি করা। ফটোশপের অন্য ভার্সন গুলোতেও প্রায় একই নিয়ম হবে।

এখন প্রথমে ফটোশপ চালু করুন। এবার মেনু থেকে File > New… বা Ctrl + N চাপুন। তাহলে New নামে একটি উইন্ডো আসবে। এখান থেকে প্রথমিক ভাবে পেজের সাইজ ঠিক করতে হয়।

ফটোশপে ছবির আকার পরিবর্তন করা – বিস্তারিত টিউটোরিয়াল 2

ফটোশপে ছবি আকার জন্য ছবির কিছু কমন সাইজ পাওয়া যাবে Preset নামের বক্সে (যেখানে এখন Custom লেখা আছে)। এখানে যে যে ধরনের আকার পাওয়া যাবেঃ

  • U.S. Paper
  • International Paper = বিভিন্ন কাগজের সাইজ এখানে পাবেন (যেমন A4 সাইজ)
  • Photo = বিভিন্ন কাজে ব্যবহৃত ছবির সাইজ (যেমন 2 X 3 ইঞ্চি)
  • Web = ওয়েব ডেভেলপিংয়ের জন্য কিছু সাইজ (যেমনঃ 1024×768)
  • Mobile & Devices = মোবাইল জাতীয় ডিভাইসেই স্ক্রিনের সাইজ
  • Film & Video = ভিডিও/মুভি এর স্ক্রিন সাইজ

আর যদি আপনি নিজের ইচ্ছা মত আকার দিতে চান তাহলে Width বক্সে ছবির প্রস্থ লিখুন এবং Height বক্সে ছবির উচ্চতা লিখুন।

দ্রষ্টব্যঃ আপনি দৈর্ঘ্য-উচ্চতা পিক্সেলে দিবেন না ইঞ্চি/সেমি… কোনটাতে দিবেন তা চিত্রের Width এর পাশে Pixel লেখা বক্সে থেকে সিলেক্ট করে দিতে হবে। এবং আপনি যদি পিকচারটা শুধু কম্পিউটারেই ব্যবহার করেন তাহলে Resolution বক্সে 72 এবং তার পাশের বক্সে Pixel/inch সিলেক্ট করলেই হবে। আর যদি প্রিন্টিংয়ের জন্য হয় তাহলে Resolution বক্সে 300 লিখুন এবং পাশের বক্সে আগের মত Pixel/inch রাখুন। তাহলে প্রিন্টিংয়ে ছবি পরিষ্কার আসবে।

কাজ শেষে OK দিবেন 🙂

এবার ধরুন কোন একটা ছবিকে রিসাইজ করতে চাইছেন তাহলে কি করবেন?

প্রথমে ফটোশপ চালু করে মেনু থেকে File> Open… থেকে পিকচার টি ওপেন করুন।

পিকচার দুইভাবে রিসাইজ করা যায়ঃ

১. সম্পূর্ন পিকচারটির সাইজ পরিবর্তন করা।

২. পিকচারটির আসল সাইজ ঠিক থাকা অবস্থায় বর্ডার বাড়ানো কমানো করা।

ফটোশপে ছবির আকার পরিবর্তন করা – বিস্তারিত টিউটোরিয়াল 3

১নং করার জন্য মেনু থেকে Image > Image Size… বা Alt + Ctrl + I চাপুন।

২নং করার জন্য মেনু থেকে Image > Canvas Size… বা Alt + Ctrl + C চাপুন।

ফটোশপে ছবির আকার পরিবর্তন করা – বিস্তারিত টিউটোরিয়াল 4

Image Size উইন্ডোঃ

ফটোশপে ছবির আকার পরিবর্তন করা – বিস্তারিত টিউটোরিয়াল 5

ইমেজ সাইজ উইন্ডোতে কাজ হুবহু নিউ উইন্ডোর কাজের মত। [ Width>Height>Pixel>Resulution>Pixels/inch… ]

দ্রষ্টব্যঃ এখানে Constrain Proportions চেক বক্সে টিক দিলে আপনি Width/Height পরিবর্তন করলে যথাক্রমে Height/Width ও সে অনুপাতে পরিবর্তন হবে।

Canvas Size উইন্ডোঃ

ফটোশপে ছবির আকার পরিবর্তন করা – বিস্তারিত টিউটোরিয়াল 6

Canvas Size এর Width-Height আগের মত সেটিং করুন।

দ্রষ্টব্যঃ এখানে Relative চেক বক্সে টিক দিলে আপনি Width/Height যা দিবেন সে অনুপাতেই যথাক্রমে Height/Width পরিবর্তন হবে। এটি Image Size উইন্ডোর Constrain Proportions অপশনের মত।

Anchor থেকে আপনি ছবির কোন অংশকে মধ্য ধরে সীমানা বাড়াবেন তা দেখিয়ে দিতে পারবেন।

আপনি চাইলে পিকচার রিসাইজের জন্য নিচের ভিডিও টিউটোরিয়ালটিও ফলো করতে পারেন। ভিডিওটিতে ব্যকগ্রাউন্ডে কথার মাধ্যমে বলেও দেয়া আছে কি কি করতে হবে। (সৌজন্যেঃ লাকিএফএম ভাই)

http://www.youtube.com/watch?v=v9AibCsVIOY

পিকচার রিসাইজের সাথে সংশ্লিষ্ট সব কিছু নিয়েই লিখতে চেষ্টা করেছি। তারপরও কোন প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে বলবেন।

আজ এ পর্যন্তই। ধন্যবাদ।

সোহাগ

বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র, নানান ভাবে নতুন জিনিস, শিখছি দিবারাত্র... আমি টেকমাস্টার ব্লগের কোর মেম্বারদের একজন; আমরা কাজ করে যাচ্ছি বাংলায় তথ্য-প্রযুক্তি বিষয়ক ব্লগিংকে আরো এক ধাপ এগিয়ে নিতে। আশা করি আপনাদের সবাইকে সাথে নিয়ে এগিয়ে যাবো আরো অনেক দুর...

One thought on “ফটোশপে ছবির আকার পরিবর্তন করা – বিস্তারিত টিউটোরিয়াল

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।