অপেরা মিনিতে লোডিং ঝামেলা ছাড়াই ফেইসবুকে কমেন্ট
চাকা আবিষ্কারের আগে মানুষ পায়ে হেটে যোগাযোগ রক্ষা করতো। কিন্তু কালের বিবর্তনে এল কম্পিউটের, মোবাইল ফোন ইত্যাদি। আগে যেসব কাজ করা যেত কম্পিউটারে এখন করা যায় মোবাইলেই। আর এখন সামাজিক যোগাযোগ রক্ষায় ফেসবুক হয়ে উঠেছে তরুন প্রজন্মের কাছে একটি নিত্য প্র্যোজনীয় বিষয়বস্তুতে। আর এই মোবাইলেই যারা অপেরা ব্যবহার করেন ফেসবুকের জন্য তাদের একটা সমস্যা হল কমেন্ট করতে গেলে পুরো পেইজ লোড হওয়া যা অসম্ভব বিরক্তিকর এবং ব্যায়সাপেক্ষ। আর আজকে আমাদের জন্য এই সমস্যার সমাধান নিয়ে এসেছেন টেকপ্রেমী ফাইয়াজ বিন সালাম। তাহলে চলুন যোগ দেই তার সাথে…
অপেরা মিনি দিয়ে যখন ফেইসবুক এর কোন জায়গায় কমেন্ট করা হয়, তখন পেইজটা আবারো লোড হয়। আর এই কারণে অনেকেই অপেরা মিনি’র বদলে UC ব্রাউজার ব্যাবহার করে। কিন্তু অপেরা মিনিতেই এর সমাধান আছে। এখন আমি এর সমাধান দিচ্ছি। আমি এখানে opera mini 6.5 ব্যাবহার করেছি।
১. প্রথমে address bar এ opera:config অথবা config: লিখে ok দিন…
২. এর পর নিচে দেখানো page টা আসবে…
৩. একটু নিচে গেলেই একটা option দেখতে পাবেন “site patches and user agent masking” নামে । এই option টা “No” করে দিন…
৪. এর পর নিচে গিয়ে “save” এ ক্লিক করুন…
৫. ব্যাস, আপনার কাজ শেষ… এবার কমেন্ট করে দেখুন আর Loading হয় কিনা…
ফেসবুকে আমি
ভাল বুদ্ধি……….কাছে লাগবে……….
ধন্যবাদ আপনাকে……..
পরবতীতে নতুন কোন ভাল বুদ্ধি দিবেন সেই আশায় রইলাম