ওয়ার্ডপ্রেস প্লাগিনঃ ওয়ার্ডপ্রেস ভল্ট দিয়ে নিশ্চিত করুন প্লেগারিজম
সজ্ঞানে কিংবা অজ্ঞানে অনেকেই অন্যের লেখা কন্টেন্ট নিজের বলে ইউজ করা থেকে শুরু করে নানা ধরনের এবিউজ করেন। এমনটা ঠেকাতে আলাদাভাবে জাভাস্ক্রিপ্ট বসিয়ে তা সাময়িকভাবে ঠেকানো গেলেও আমাদের টেকপ্রেমী অরীত্র আহমেদে আজ মোট ৪ টি সুবিধা সম্বলিত একটি প্লাগিন উপহার দিচ্ছেন সবাইকে। তাহলে এক নজরে চোখ বুলিয়ে নিন এখনি..
ওয়ার্ডপ্রেস ভল্ট আমার নতুন একট ওয়ার্ডপ্রেস প্লাগিন। প্লাগিনটি মুলত আপনার ব্লগকে সুরক্ষিত করার জন্যই তৈরী। এটি আপনার ওয়ার্ডপ্রেস ব্লগে যে কোন ধরনের লেখা কপি, রাইট ক্লিক এবং সেই সাথে ইমেজ ড্রাগিং ও ব্লক করবে।
সম্পূর্ন অ্যাডমিন ব্যাক এন্ড থেকে কাষ্টোমাইজেবল এই প্লাগিন টি খুবই সিম্পল। মাত্র ২.৪ কিলোবাইট সাইজ। সাথে কোন অতিরিক্ত অবর্জনা কিংবা এ্যাফলিয়েট লিঙ্ক দেয়া নেই। তবে আমি নিজের একটু গুন গেয়েছি 🙂 ।
প্লাগিন টি কিভাবে কাজ করে এবং এটাকে কিভাবে চালু করবেন, ধাপে ধাপে দেখাচ্ছি।
প্রথম প্লাগিন টি ডাউনলোড করুনঃ
http://cdn.oritro.com/oalvault
এবার আপনার ওয়ার্ডপ্রেস ব্লগের ড্যাশবোর্ডের প্লাগিন এ গিয়ে অ্যাড নিউ এ ক্লিক করুন। এরপর আপলোড এ যান। সেখান থেকে প্লাগিনের জিপ ফাইল টা আপলোড করুন।
আপলোড শেষে অ্যাক্টিভেট করুন।
এবার খেয়াল করুন, Settings এ OALWPV নামের একটা নতুন মেনু যোগ হয়েছে।
এখানে গেলে আপনি নিচের ছবির মতো একটা মেনু পাবেন, খেয়াল করুনঃ
আসলে প্লাগিনটির ব্যাপারে বলার মতো তেমন কিছু নেই। তিনটি অপশন আছে। প্রথমটিতে আপনার ব্লগে রাইট ক্লিক ব্লক হয়ে যাবে।
দ্বিতীয়টিতে কেউ মাউস দিতে লেখা সিলেক্ট করতে পারবে না। তৃতীয়টাতে আপনার সাইটের ইমেজ ফাইল Drag And Drop এর মাধ্যমমে কেউ কপি করতে পারবে না।
এর পর আপডেট সেটিংস এ ক্লিক করে সাইট চেক করুন। দেখুন রাইট ক্লিক কিংবা মাউস সিলেকশন কাজ করছে না।
এটা ভন ডেলীর ওয়ার্ডপ্রেস সিকিউরিটি ফ্রেমওয়ার্কের ওপর ভিত্তি করে বানানো। ওয়ার্ডপ্রেস ২.২ থেকে ৩.৩.১ পর্যন্ত সব গুলো ভার্সন এ এটা ঠিক ভাবে কাজ করছে। ব্যবহার করুন, রক্ষা করুন নিজের সাইট কে। তবে যারা ওয়ার্ডপ্রেস ব্যবহার করেন না, তাদের জন্য একটা গ্যাজেট ভার্সন ও বানিয়েছি। শীঘ্রই দেবো সেটা।
যদি প্লাগিনে কোন ধরনের বাগ কিংবা ত্রুটি খুজে পান আমাকে জানাতে ভূলবেন নাঃ oritromax@gmail.com এ।
সুন্দর।
আমার ব্যাক্তিগত সাইটে ব্যবহার করে দেখেছি
যারা কোডিং পছন্দ করেন না বা কিছুটা জড়তা আছে তাদের জন্য এই প্লাগিনসটি কাজে দেবে বলে মনে করি,
আর সাথে ডেভেলপার অরীত্রকেও ধন্যবাদ জানাই 🙂