মোবাইলই যখন পিসি ব্যবহারের মাধ্যমঃ মাউস হিসেবে থাকবে মোবাইল নিজেই
অনেকদিন থেকে আমি এমন কিছু একটা খুজছিলাম। কিন্তু পাইনি। অনেক সার্চ করছি। অনেক টিউন পড়েছি কিন্তু কোন টিউনই আমার কাজে আসে নি। এক সময় আশা ছেড়ে দিলাম। কিন্তু কি মনে করে যেন আমি কিছুদিন আগে মোবাইলে ব্রাউজ করছি ।তখন আমি খুজছি এমন সফটত্তয়ার। কিন্তু অনেক সফট ডাউনলোড করলাম কিন্তু তা টাকা চায় মেজাজটা খারাপ হয়ে যায় তখন। অবশেষে পেলাম কিভাবে মোবাইল দিয়ে কম্পু চালানো যাবে। একধুম মাউস এর কাজটা করবে মোবাইল ফোন।
প্রয়োজনীয় উপকরন:
১. ব্লুটুট ডিভাইস
২.মোবাইল ফোন ( আমি E63 ব্যাবহার করি। এটি আমি আমার ফোন সঠিক ভাবে করতে পেরেছি। তবে সিমবিয়ান ফোন কোন সমস্যা হবে বলে আমি আশা করি না)
৩. সফটওয়ার
প্রথমে এই থেকে সফটওয়ারটি নামিয়ে নেন। rar ফাইলটি মাএ ৯১০ কেবি। আর চিন্তার কারন নেই ডাউনলোড লিংক হল মিডিয়াফায়ারের ।
সফটওয়ারটি ডাউনলোড হয় গেলে extract করুন। extract করতে লাগবে wrar সফটটি যাদের নেই তারা এখান থেকে ডাউনলোড করে নিন।
এখানে ক্লিক করুন
Extract ফাইলে প্রবেশ করলে দেখতে পাবেন for mobile নামে একটি ফোল্ডর আছে। এখান থেকে wmousxp.jar এই সফটা আপানার মোবাইল ফোনে প্রবেশ করান এবং ইনস্টল করুন।
আরত্ত একবার চেক করে নেন আপনার পিসির ব্লুটুট ডিভাইসটি ঠিক আছে কি না?
এবার আপনার মোবাইলটিকে পিসি সাথে added করে নিন। এর জন্য start>setting>control panel>Bluetooth device
এ যান।
এখন কাজটি খুব সহজ। আপনার মোবাইলের ব্লুটুট চালু করে wmousxp.jar যেটা ইনস্টল করেছেন এটি অন করুন
সফটি চালু করলে এমন স্কিন দেখতে পাবেন।
যে ফাইলটি extract করেছেন সেই ফোল্ডারে start _wmouse.bat
নামে একটা .bat ফরম্যাটে সফট পাবেন। এটা ক্লিক করুন । এরপর connect এ কিক্ল করুন।
connect হয়ে গেল ব্যবহার শুরু করুন।
লেখাটি পূবে প্রকাশ “তুসিনের জল জোছনায়”