টিউটোরিয়াল

ভিডিও টিউটোরিয়ালঃ ফায়ারফক্স-থান্ডারবার্ড এ বাংলা সমস্যার সমাধান

টেকপ্রেমী সোহাগ তার ফায়ারফক্স-থান্ডারবার্ড এর সকল ভার্সনে বাংলা সমস্যার সমাধান নামক ব্লগপোষ্টে জানিয়েছিলেন নানান সময়ে পড়া বাংলা সমস্যার কথা, সাথে দিয়েছেন চমৎকার সমাধান। তা সেই ব্লগপোষ্টটি পড়ে যারা বুঝতে পারেননি কিংবা আরেকটু সহজভাবে এটা চাচ্ছিলেন তাদের অনুরোধে আজকে এর ভিডিও টিউটোরিয়াল নিয়ে এলাম। তাহলে কথা না বাড়িয়ে চলে যাই ভিডিও টিউটোরিয়ালটিতে এবং বাংলা দেখি ঝকঝকে তকতকে অবস্থায়।

তা ভিডীও তো দেখলেন চাইলে ভিডিও টি নামিয়েও রাখতে পারেন সেজন্য আপনার যে দুটি ব্লগপোষ্টের দরকার পরোবে তা হল

 

ইউটিউব থেকে ভিডিও নামবে ব্রাউজারেই

ইউটিউবসহ সকল অনলাইন মিউজিক, ভিডিও রেকর্ড/ডাউনলোড হবে টুলবার দিয়েই

 

লাকি এফএম

টেক-আসক্ত লাকিএফএম টেকমাষ্টার ব্লগের একজন উপ-প্রতিষ্ঠাতা ও প্রশাসক। পাশাপাশি তথ্য প্রযুক্তি সেবামূলক প্রতিষ্ঠান ধ্রুবক অল রাউন্ডার এ কাজ করছেন। যোগাযোগঃ ফেসবুক টুইটার গুগল প্লাস ইমেইল

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।