সর্বশেষ টেক নিউজ

এইচএসসি-২০১২: ফলাফল ১৮ জুলাই; যেভাবে রেজাল্ট পাবেন :)

এইছএসসি পরীক্ষার্থীদের জন্য অবশেষে ফলাফলের দিন ধার্য্য হল। গতকাল জানতে পারি যে, “এইচএসসি-২০১২ ফলাফল প্রকাশ ১৮ তারিখ“। আজ টেকপ্রেমী তুসিন আহমেদের মাধ্যমে জানবো কিভাবে ওয়েবসাইটের মাধ্যমে এবং মোবাইলে রেজাল্ট পাওয়া যায় তার পুর্ন বিবরন….

এ সম্বন্ধে প্রথম আলোর সংবাদ থেকেই কোট করছি

 “উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল ১৮ জুলাই প্রকাশ করা হবে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় আন্ত শিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি ফাহিমা খাতুন এ কথা জানান। তিনি বলেন, ওই দিন সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পরীক্ষার ফল হস্তান্তর করা হবে। এরপরই সারা দেশে একসঙ্গে ফল প্রকাশ করা হবে।”

 ফলাফল যেভাব জানা যাবে

 উপায় ১. ওয়েব সাইট থেকে:

এইচএসসি-২০১২: ফলাফল ১৮ জুলাই; যেভাবে রেজাল্ট পাবেন :) 2 

প্রতিবারের মত এবারও শিক্ষার্থীরা রেজাল্ট পাওয়ার ক্ষেত্রে বেগ পাবে । কারন, একসাথে এতজন এডুকেশন বোর্ড এর সাইট এ ঢোকার ফলে সাইট খুব স্লো হয়ে যায় । টেলিটক প্রতিবারের মতই এই সমস্যা থেকে মুক্তির একটা রাস্তা তৈরি করে দেয় ।

www.educationboardresults.gov.bd এই সাইট থেকে আপনারা আপনাদের রেজাল্ট দেখতে পারবেন এবং ডাউনলোডও করতে পারবেন।

উপায় ২. মোবাইলের মধ্যমে
এইচএসসি-২০১২: ফলাফল ১৮ জুলাই; যেভাবে রেজাল্ট পাবেন :) 3 

মোবাইলে রেজাল্ট পেতে ম্যাসেজ অপশনে গিয়ে প্রথমে লিখুন

HSC <স্পেস> first 3 latter of your board name<স্পেস> Roll No <স্পেস> Passing year

পাঠিয়ে দিন 16222 নাম্বারে.

মাদ্রাসা বোর্ডের রেজাল্টঃ

ALIM <স্পেস> MAD <স্পেস> Roll No <স্পেস> Passing year

পাঠিয়ে দিন 16222 নাম্বারে.

টেকনিক্যাল বোর্ডের রেজাল্টঃ

HSC <স্পেস> TECH <স্পেস> Roll No<স্পেস>Passing year

পাঠিয়ে দিন 16222 নাম্বারে.

মোবাইল রেজিস্ট্রেশন করতেঃ

Reg <স্পেস> HSC<স্পেসfirst 3 latter of your Board Name<স্পেস> your Roll Number <space> 2012

পাঠিয়ে দিন 16222 নাম্বারে.

যারা পরীক্ষা দিয়েছে তাদের জন্য রইল শুভ কামনা। ফলাফল যেন সবার ভাল হয় এই কামনা করি। আর ফলাফল ভাল না হলে মন খারাপ করার কারন নেই।
ভাল মানুষ হতে হলে পরীক্ষার পাস করতে হয় না 🙂 পরের বার অবশ্যই সফলাত আসবে।

কবি বলেছেন,

“একবার না পারিলে দেখ শত বার।”

ভাল থুকন সবাই

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।