উইন্ডোজটিউটোরিয়ালটিপস/ট্রিক্স

উইন্ডোজ ১০ঃ পিসির StorAHCI.sys ড্রাইভারটি ঠিক করুন

উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম এ প্রোগ্রাম চালু কিন্তু পিসি সাময়িকভাবে হ্যাং হয় কিংবা স্লো হয়ে যায়। এই সমস্যার কারণ হলো পিসির হার্ড ড্রাইভ প্রায় ১০০% কাজ করে। এ অবস্থায় পিসির অন্য কোনো কাজ করার মত অতিরিক্ত রিসোর্স থাকে না, এমনকি অপারেটিং সিস্টেমের কাজও হবে না। এর ফলে সাধের পিসি স্লো হবে বা সম্পূর্ণরূপে হ্যাং করতে পারে। উইন্ডোজ ১০ এর একটি সাধারণ ও কমন সমস্যা যা ঠিক করবো টেকপ্রেমী ইরফান এর মাধ্যমে জানবো কিভাবে খুব সহজেই উইন্ডোজ ১০ এ ১০০% ডিস্ক/সিপিউ ইউজেস সমস্যার সমাধান

উইন্ডোজ ১০ঃ পিসির StorAHCI.sys ড্রাইভারটি ঠিক করুন 2

করা যায়।

কিন্তু প্রথমে আপনার জানতে হবে ১০০% ডিস্ক ব্যবহারই আপনার পিসির

আসল সমস্যা নাকি। আর যদি তা না জানেন তাহলে নিম্নোক্ত নিয়মে জেনে নিনঃ

খুঁজে বের করুন যে কারণে আপনার উইন্ডোজ ১০ হার্ড ড্রাইভ অতিরিক্ত কাজ করে

উল্লেখ্য, আপনার হার্ড ড্রাইভ বেশি কাজ করা হলে নিম্নলিখিত পদক্ষেপগুলি কিছু সময় নিতে পারে।

১. উইন্ডোজ সার্চ বারে যান এবং লিখুন ‘task manager’। এরপর তা সিলেক্ট করুন।

২. Processes ট্যাবের Disk কলামে দেখুন। এখানে যদি ১০০% থাকে(অথবা ১০০% এর কাছাকাছি থাকে) তাহলে আপনার পিসির হার্ড ড্রাইভ অতিরিক্ত কাজ করে।

উইন্ডোজ ১০ঃ পিসির StorAHCI.sys ড্রাইভারটি ঠিক করুন 3

 

উইন্ডোজ ১০ এর ডিস্ক ১০০% ব্যবহার করার সমস্যা সমাধান


এই সমস্যা সমাধানের কিছু উপায় উল্লেখ করা হলো। এখানে উল্লেখিত সকল উপায় আপনাকে ব্যবহার করতে নাও হতে পারে। নিচে সমাধানটি দেখুন

১. উইন্ডোজ সার্চ বন্ধ করুণ

২. SuperFetch সার্ভিস বন্ধ করুণ

৩. ডিস্ক চেক করা

৪. ভারচুয়াল মেমরি রিসেট করুণ

৫. কিছুক্ষণের জন্য এন্টিভাইরাস সফটওয়্যার বন্ধ করুণ

৬. গুগল এবং স্কাইপের সেটিং পরিবর্তন করুণ

৭. পিসির StorAHCI.sys ড্রাইভারটি ঠিক করুন

৮. ডিভাইস ড্রাইভার আপডেট করুণ


পিসির StorAHCI.sys ড্রাইভারটি ঠিক করুন


যদি আপনি উপরের সবগুলো সমাধান চেষ্টা করেও এই সমস্যা থেকে মুক্ত না হন তাহলে এই সমাধানটি চেষ্টা করুণ।

উইন্ডোজ ১০ এ এই সমস্যাটি করার পিছনে যদি কিছু উন্নত হোস্ট কন্ট্রোলার ইন্টারফেস PCI-Express(AHCI PCle) মডেলগুলোর ফার্মওয়্যারের বাগের কারণে হয়।

 

কিভাবে এই সমস্যাটি সমাধান করবেন তা নিম্নে দেওয়া হলো-

১. উইন্ডোজ কি + X প্রেস করে Device Manager ওপেন করুণ।

উইন্ডোজ ১০ঃ পিসির StorAHCI.sys ড্রাইভারটি ঠিক করুন 4

২. IDE ATA/ATAPI Controllers ক্যাটাগরি তে ক্লিক করুণ এবং AHCI controller ডাবল ক্লিক করুণ।

উইন্ডোজ ১০ঃ পিসির StorAHCI.sys ড্রাইভারটি ঠিক করুন 5

৩. Driver ট্যাবে যান এবং Driver Details এ ক্লিক করুণ। storahci.sys সিস্টেম ৩২ Path এ সংরক্ষিত দেখতে পারেন। তারপর আপনি ইনবক্স থেকে AHCI driver চালু করুণ।

উইন্ডোজ ১০ঃ পিসির StorAHCI.sys ড্রাইভারটি ঠিক করুন 6

৪. Driver Details উইন্ডো বন্ধ করুণ এবং Details ট্যাবে যান। তারপর Device Instance Path সিলেক্ট করুণ। Path টি যেন VEN_ থেকে শুরু হয়।

উইন্ডোজ ১০ঃ পিসির StorAHCI.sys ড্রাইভারটি ঠিক করুন 7

৫. স্টাট প্যানেলের সার্চ বক্সে regedit টাইপ করুণ তারপর Enter চাপুন। তারপর Registry Editor এ যাবে।

 

HKEY_LOCAL_MACHINE\System\CurrentControlSet\Enum\PCI\ <AHCI Controller>\<Random Number>\Device Parameters\Interrupt Management\MessageSignaledInterruptProperties

স্টেপ ২ এ যে নামটি দেখতে পাচ্ছেন তা উল্লেখ করেন <AHCI Controller>

বিভিন্ন মেশিনের উপর নির্ভর করে <Random Number>

উইন্ডোজ ১০ঃ পিসির StorAHCI.sys ড্রাইভারটি ঠিক করুন 8

৬. MSISupported এ ডাবল ক্লিক করুণ এবং এর ভেলু ০ করে দিন।

উইন্ডোজ ১০ঃ পিসির StorAHCI.sys ড্রাইভারটি ঠিক করুন 9

৭. আপনার পিসি রিস্টার্ট করুণ।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।