২০১৭ সালের সেরা গেইম ও অ্যাপ’র তালিকা
সারা বছর জুড়ে ফেইসবুক, মেসেঞ্জার আর স্ন্যাপচ্যাটের মতো সামাজিক যোগাযোগের অ্যাপগুলো আলোচনার শীর্ষে থাকলেও, অ্যাপলের অ্যাপ স্টোরের সেরা অ্যাপ তালিকায় এদের কেউই শীর্ষস্থান পায়নি। আগের বছর উন্মোচিত পোকিমন গো নিয়ে চলতি বছরের শুরুতে বেশ মাতামাতি থাকলেও বছর শেষে শীর্ষ ২০ গেইমের তালিকায় আসতে পারেনি গেইমটি।
২০১৭ সালে অ্যাপ স্টোরে এবং সেরা গেমস গুলোতে আধিপত্য ছিল কাদের…?
চলুন জানা যাক……
সম্প্রতি ২০১৭ সালে অ্যাপ স্টোরের শীর্ষ গেইমগুলোর তালিকা প্রকাশ করেছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। তা হলো...
১. সুপার মারিও রান
২. ৮ বল পুল
৩. স্নেইক ভার্সেস ব্লক
৪. বলজ
৫. ওয়ার্ড কুকিজ!
৬. সাবওয়ে সার্ফারস
৭. এপিসোড পিচ পারফেক্ট
৮. রোলিং স্কাই
৯. ব্লক! হেক্সা পাজল
১০. পেপার ডটআইও
১১. সলিটেয়ার
১২. বৌনমাস্টার্স
১৩. কালার সুইচ
১৪. পিয়ানো টাইলস ২
১৫. চয়সেস: স্টরিজ ইউ প্লে
১৬. রোল দ্য বল
১৭. ক্ল্যাশ রয়্যাল
১৮. রোবোলক্স
১৯. ওয়ার্ড কানেক্ট
২০. ক্যান্ডি ক্রাশ সাগা।
অ্যাপ স্টোরে ২০১৭ সালের সেরা অ্যাপ গুলো হল...।
১. বিটমোজি
২. বিনামূল্যের ভিডিও স্ট্রিমিং সেবাদাতা ইউটিউব।
৩. ফেইসবুক মালিনাকাধীন ছবি শেয়ারিং অ্যাপ ইনস্টাগ্রাম।
৪. অ্যালফাবেট অধীনস্থ দিকনির্দেশনা ও মানচিত্র সেবাদাতা অ্যাপ গুগল ম্যাপস।
৫. সঙ্গীত স্ট্রিমিং সেবাদাতা অ্যাপ স্পটিফাই মিউজিক।
৬. অ্যালফাবেট মালিকানাধীন গুগলের ইমেইল সেবাদাতা অ্যাপ জিমেইল।
৭. ই-কমার্স জায়ান্ট অ্যামাজন-এর অ্যাপ।
৮. ই-কমার্স অ্যাপ উইশ।
৯. সঙ্গীত স্ট্রিমিং সেবাদাতা অ্যাপ সাউন্ডক্লাউড।
১০. জিপিএসভিত্তিক দিকনির্দেশনাদাতা অ্যাপ ওয়েইজ।
১১. স্ন্যাপ অধীনস্থ ছবি শেয়ারিং অ্যাপ স্ন্যাপচ্যাট।
১২. ফেইসবুক অধীনস্থ মেসেজিং অ্যাপ মেসেঞ্জার।
১৩. বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক-এর অ্যাপ।
১৪. ভিডিও স্ট্রিমিং সেবাদাতা নেটফ্লিক্স।
১৫. অ্যাপভিত্তিক যাত্রী সেবাদাতা মার্কিন প্রতিষ্ঠান উবার-এর অ্যাপ।
১৬. সঙ্গীত স্ট্রিমিং সেবাদাতা অ্যাপ পান্ডোরা মিউজিক।
১৭. ফেইসবুক মালিকানাধীন সংকেতায়িত মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ।
১৮. মাইক্রোব্লগিং সাইট টুইটার-এর অ্যাপ।
১৯. অ্যালফাবেট মালিকানাধীন গুগলের ওয়েব ব্রাউজার গুগল ক্রোম অ্যাপ।
২০. অ্যাপভিত্তিক যাত্রী সেবাদাতা মার্কিন প্রতিষ্ঠান লিফট-এর অ্যাপ।
তথ্য সূত্রঃ- “9to5mac“
very informaive post. these game list are awesome. what do think these will remain top at 2018 as well?
২০১৮ তে ও এগুলোই টপে থাকবে কিনা এটা বলা খুব কঠিন…।।
কারণ, দিন যতই যাচ্ছে,ততই একটার পর একটা গেমস আসতে থাকবেই।
দেখা যাক…।।
এগুলোই সেরা তালিকায় থাকে?
না এর চেয়ে আরো ভালো কিছু আসে…
ধন্যবাদ…।