টিপস/ট্রিক্স

গুগল হিডেন টিপস ও ট্রিক্সঃপর্ব-২

সার্চ জায়েন্ট গুগল আমরা নিয়মিত বিভিন্ন প্রয়োজনে ব্যবহার করে থাকি। কিন্তু গুগলের রয়েছে অনেক লুকানো ফিচার যা আমরা অনেকে জানি না। গত পর্বে আপনাদের সাথে ১০ টি ট্রিক্স শেয়ার করেছি। গত পর্বের গুগল টিপস টি পড়তে নিচে ক্লিক করুণ। তাহলে চলুন আরো কিছু টিপস এবং ট্রিক্স জেনে নিই।

১ম পর্বঃ 

৩য় পর্বঃ

৪র্থ পর্বঃ

১। কোন ওয়েবসাইট থেকে নির্দিষ্ট বিষয়ে সার্চ


গুগল হিডেন টিপস ও ট্রিক্সঃপর্ব-২ 2

কোনো ওয়েবসাইট থেকে নির্দিষ্ট বিষয়ের সার্চ রেজাল্ট পেতে সার্চ বক্সে আইটেমটি লিখে কোলন (:) চিহ্ন দিয়ে ওয়েবাসাইটের নাম লিখতে হবে। যেমনঃ how to create a gmail account:www.gmail.com

২। নির্দিষ্ট টাইটেল সার্চ


গুগল হিডেন টিপস ও ট্রিক্সঃপর্ব-২ 3

নির্দিষ্ট কিওয়ার্ডের সার্চ রেজাল্ট পেতে চাইলে এভাবে লিখতে হবে। যেমনঃ best android apps intitle:2017

৩। কোম্পানির মালিকের নাম


গুগল হিডেন টিপস ও ট্রিক্সঃপর্ব-২ 4

কোনো কোম্পানির প্রতিষ্ঠাতার নাম জানতে সার্চ বক্সে লিখতে হবে founder of # বা owner of # লিখুন। যেমনঃ founder of google

৪। Zerg Rush গেইম


সার্চ বক্সে Zerg Rush লিখুন আর গেইমটি খেলুন।

৫। বুক ফাইন্ডার


গুগলের মাধ্যমে খুব সহজে যেকোনো লেখকের সব বই পেতে পারেন। যেমনঃ books written by humayun ahmed

গুগল হিডেন টিপস ও ট্রিক্সঃপর্ব-২ 5

৬। গুগল ইমেজ সার্চ


অনেকেই জানে না গুগলে ছবি দিয়ে সার্চ করা যায়। ছবি দিয়ে সার্চ করতে এখানে ক্লিক করুণ।

৭। কোন কিছুর সংজ্ঞা জানতে


কোনো নির্দিষ্ট বিষয়ের সংজ্ঞা জানতে সার্চ বক্সে যেটা নিয়ে জানতে চান সেই শব্দের আগে define লিখুন। যেমনঃ define google 

গুগল হিডেন টিপস ও ট্রিক্সঃপর্ব-২ 6

৮। দূরত্ব জানতে


গুগল হিডেন টিপস ও ট্রিক্সঃপর্ব-২ 7

গুগল সার্চের মাধ্যমে আপনি যেকোনো জায়গার দূরত্ব জানতে পারেন। যেমনঃ distance dhaka to mymensingh

৯। রেস্টুরেন্ট খুঁজতে


গুগল হিডেন টিপস ও ট্রিক্সঃপর্ব-২ 8

অচেনা কোনো জায়গায় গেলেন এমন সময় অনেক ক্ষুধা লেগেছে আপনার কিন্তু আশেপাশে কোনো রেস্টুরেন্ট খুঁজে পাচ্ছে না। তাহলে তো মহা বিপদেই পড়ে গেলেন। এর জন্য গুগল আছে তো। গুগল সার্চ বক্সে লিখুন restaurants near me

১০। ভ্রমণের সময় জানতে


গুগল হিডেন টিপস ও ট্রিক্সঃপর্ব-২ 9

এক শহর বা দেশ থেকে অন্য শহর বা দেশে যেতে কত সময় লাগবে তা গুগলের মাধ্যমে জানতে পারেন। যেমনঃ travel time between dhaka to melbourne

 

সকল টিপস এবং টিক্স জানতে টেকমাস্টার ব্লগের সাথে থাকুন।

 

ইরফান

জানতে এবং জানাতে ভালোবাসি। তবে প্রযুক্তি নিয়ে জানার আগ্রহটা আরো বেশি তাই নিজে যা জানি তা তুলে ধরি টেকমাস্টার ব্লগ এবং টেকি নাউ। প্রয়োজনে যোগাযোগঃ ফেসবুক টুইটার বিশেষ প্রয়োজেনে ইমেইল hi.mdirfan07@outlook.com

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।