সর্বশেষ টেক নিউজ

কোয়ালকম প্রসেসর স্ন্যাপড্রাগন ৮৫৫

মার্কিন প্রতিষ্ঠান কোয়ালকমের নতুন প্রসেসর স্ন্যাপড্রাগণ ৮৫৫ এর ঘোষণা দিয়েছে। ২০১৯ সালের প্রায় সকল ফ্ল্যাগশিপ স্মার্টফোনে এই প্রসেসর দেখা যাবে। এটিতে ৫জি ব্যবহারের সুবিধা ছাড়াও রয়েছে আরো অনেক অত্যাধনিক সব ফিচার।

হাওয়াইতে স্ন্যাপড্রাগণ টেকনোলজি সামিট কোয়ালকম স্ন্যাপড্রাগণ ৮৫৫ চিপসেটের অফিসিয়াল ঘোষণা দিয়েছে। গত বছর এখানেই স্ন্যাপড্রাগণ ৮৪৫ প্রসেসর উন্মোচন করা হয়েছিলো।

স্ন্যাপড্রাগণ ৮৫৫ প্রসেসরের সবচেয়ে আকর্ষণীয় ফিচার হলো মাল্টি-গিগাবাইট ডাউনলোড গতি। এটিই হলো ৫জি নেটওয়ার্ক। যা নতুন বছর থেকে গ্রাহকদের হাতে যাবে। এই সপ্তাহে ভেরিজন এবং এটি&টি ৫ জি নেটওয়ার্কের পরীক্ষা করার জন্য স্ন্যাপড্রাগণ ৮৫৫ এবং এক্স৫০ এলটিই মডেম ব্যবহার করেবে।

কোয়ালকম জানিয়েছে, এটির এআই কর্মক্ষমতা আগের প্রসেসর থেকে ৩গুণ বেশি। এতে ডেডিকেটেড কম্পিউটার ভিশন প্রসেসর যোগ করা হয়েছে।

এক নজরে স্নাপড্রাগন ৮৫৫ এর দুনিয়া কাপানো ফিচারঃ


১/ ৭ ন্যানোমিটার প্রসেস টেকনোলজি 😵 (বর্তমানে ১০ ন্যানোমিটার আছে স্ন্যাপড্রাগন ৮৪৫ এ)

২/ 4th Gen এর AI ইঞ্জিন 😥

৩/ 7+ TOPS 😷

৪/ ৩ গুন বেশি AI পারফরমেন্স 😱

৫/ প্রথম ৫জি প্লাটফর্ম 😲(৮৫৫ চিপসেট প্রথম ফোনে ৫জি সুবিধা আনবে)

৬/ ভুলকান১.১ এবং ফিজিক্যালি বেইসড রেন্ডিং 😨

৭/ প্রথম সত্যিকারের HDR এর গেমিং এক্সপেরিয়েন্স 😘

৮/ একদম নতুন Kyro 485 Microarchitecture 🙏 

৯/ প্রথম CV-ISP 😜

১০/ স্ন্যাপড্রাগন এলিট গেমিং 

১১/ ২০% বেশি ও দ্রুততর গেমিং রেন্ডিং 😚

১২/ এডরিনো ৬৪০ 😎

১৩/ ৪৫% বেশি CPU Performance  

১৪/ 2.84GHz সর্বোচ্চ ক্লক স্পিড 💪💪

এগুলোর জন্যেই স্ন্যাপড্রাগম ৮৫৫ আসতেছে দুনিয়া কাপাইতে আর হেভি ইউজারদের হেভি Multitasking আরও বাড়িয়ে দিতে।

তবে এটি নিয়ে বিস্তারিত কিছু জানায়নি কোয়ালকম। আরো অনেক নতুন ফিচার এতে রয়েছে। তা আর কিছুদিন পর জানা যাবে।

ইরফান

জানতে এবং জানাতে ভালোবাসি। তবে প্রযুক্তি নিয়ে জানার আগ্রহটা আরো বেশি তাই নিজে যা জানি তা তুলে ধরি টেকমাস্টার ব্লগ এবং টেকি নাউ। প্রয়োজনে যোগাযোগঃ ফেসবুক টুইটার বিশেষ প্রয়োজেনে ইমেইল hi.mdirfan07@outlook.com

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।