রেডমি নোট ৭ ‘র পর আসছে নোট ৭ প্রো
কিছুদিন আগেই বাজারে উন্মোচিত হয়েছে রেডমি নোট ৭। এর রেশ কাটতে না কাটতেই আসতে যাচ্ছে রেডমি নোট ৭ এর উন্নত সংস্করণ রেডমি নোট ৭ প্রো। এটি আগামী মাসে অনুষ্ঠিতব্য মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে উন্মোচিত হতে পারে।
রেডমি নোট ৭ এর মতো এতেও থাকছে ৪৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা। তবে রেডমি নোট ৭ প্রো তে সনির আইএমএক্স৫৮৬ লেন্স ব্যবহার করা হয়েছে।
ডিভাইসটিতে ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এর প্রসেসর হিসেবে স্ন্যাপড্রাগণ ৬৭৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এর অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড পাই ৯.০।
ডিভাইসটির মূল্য হতে পারে ১ হাজার ৪৯৯ ইউয়ান বা ১৯ হাজার টাকা।
বিস্তারিত সকল তথ্য এখনো জানা যায়নি।