মোবাইল-ম্যানিয়া

৫০০০মি.অ্যাম্প ব্যাটারির স্যামসাং গ্যালাক্সি এম২০!

সাশ্রয়ী মূল্যে উন্মোচিত হয়েছে স্যামসাং গ্যালাক্সি এম২০। এতে ৩ ও ৪ জিবি র‍্যাম, ৫ হাজার মিলিঅ‍্যাম্পিয়ারের ব্যাটারি এবং এক্সিনোস ৭৯০৪ চিপসেট ব্যবহার করা হয়েছে।

 স্যামসাং গ্যালাক্সি এম১০ নিয়ে পড়তে

ডিসপ্লেঃ 

এতে ব্যবহার করা হয়েছে ৬.৩ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে। এর রেজুলেশন ১০৮০*২৩৪০ পিক্সেল এবং রেশিও ১৯.৫ঃ৯। স্কিন-টু-বডি রেশিও ৮৩.৬%। ডিসপ্লের সুরক্ষার ব্যাপারে কোনো কিছু উল্লেখ নেই।

৫০০০মি.অ্যাম্প ব্যাটারির স্যামসাং গ্যালাক্সি এম২০! 2

চিপসেটঃ 

ডিভাইসটিতে স্যামসাং এর নিজস্ব এক্সিনোস ৭৯০৪ অক্টা প্রসেসর ব্যবহার করা হয়েছে। এর জিপিউ মালি-জি৭১ এমপি২।

র‍্যাম ও স্টোরেজঃ

  • ৩ জিবি র‍্যাম এবং ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ।
  • ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ।

মাইক্রো এসডি কার্ড দিয়ে তা ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। মেমরি কার্ড ব্যবহারের জন্য আলাদা স্লট রয়েছে।

ক্যামেরাঃ 

ছবি তোলার জন্য এটি পেছনে ১৩ ও ৫ (ডেপথ সেন্সর) মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এলইডি ফ্ল্যাশ রয়েছে। ১০৮০ পিক্সেলে ভিডিও রেকর্ড করা যাবে।

সেলফি তোলার জন্য রয়েছে ৮ মেগাপিক্সেলের অ্যাপার্চার এফ/২.০ ক্যামেরা। সেলফি ক্যামেরা দিয়েও ১০৮০ পিক্সেলে ভিডিও করা যাবে।

ব্যাটারি ও ওএসঃ 

এতে ৫ হাজার মিলিঅ‍্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এর ফলে ব্যবহারকারীরা দীর্ঘক্ষণ নিশ্চিন্তে ফোন ব্যবহার করতে পারবে। এতে থাকছে না কোনো ফাস্ট চার্জিং

৫০০০মি.অ্যাম্প ব্যাটারির স্যামসাং গ্যালাক্সি এম২০! 3

সুবিধা।

এর অপারেটিং সিস্টেম হিসেবে অ‍্যান্ড্রয়েড ৮.১ ওরিও এবং স্যামসাং এর নিজস্ব এক্সপেরিয়ান্স ৯.৫ ব্যবহার করা হয়েছে।

অন্যান্যঃ 

এতে হেডফোন জ্যাক থাকছে। মাইক্রো ইউএসবি ২.০, টাইপ-সি ১.০ ব্যবহার করা হয়েছে। ডিভাইসটির ওজন ১৮৬ গ্রাম।

রঙ ও দামঃ

এটি বাজারে ওশান ব্লু ও ব্ল্যাক রঙে পাওয়া যাবে।

ভারতের বাজারে এটির মূল্য ধরা হয়েছে যথাক্রমেঃ

  • ৩/৩২ জিবি ভেরিয়েন্ট- ১০ হাজার ৯৯০ রুপি (প্রায় ১৩ হাজার টাকা)
  • ৪/৬৪ জিবি ভেরিয়েন্ট- ১২ হাজার ৯৯০ রুপি ( প্রায় ১৫ হাজার ৫০০ টাকা)

তবে দেশের বাজারে দাম আরো বেশি হবে। দেশের বাজারে আসলেই মূল্য জানা যাবে। তবে ভারতের বাজার থেকে ২ থেকে ৩ হাজার টাকা বেশি হতে পারে।

ইরফান

জানতে এবং জানাতে ভালোবাসি। তবে প্রযুক্তি নিয়ে জানার আগ্রহটা আরো বেশি তাই নিজে যা জানি তা তুলে ধরি টেকমাস্টার ব্লগ এবং টেকি নাউ। প্রয়োজনে যোগাযোগঃ ফেসবুক টুইটার বিশেষ প্রয়োজেনে ইমেইল hi.mdirfan07@outlook.com

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।