পপ আপ সেলফিতে ভিভো ভি১৫ প্রো!
চাইনীজ প্রতিষ্ঠান ভিভো তাদের নতুন স্মার্টফোনে (মডেল ভিভো ভি১৫ প্রো) ব্যবহার করেছে পপ আপ সেলফি ক্যামেরা। এর আগে ভিভো নেক্স পপ আপ ক্যামেরা ব্যবহার করা হয়েছিলো।
এটি ভিভো ভি১১ প্রোর নতুন সংস্করণ। ভিভো ভি১১ প্রোতে ডুয়েল রিয়ার ক্যামেরা ব্যবহার করা হয়েছিলো তবে ভিভো ভি১৫ প্রো তে থ্রিপল ক্যামেরা সেটআপ দেখা গেছে। রিপোর্ট যদি সত্যি হয় তাহলে এই প্রথম ভিভো তাদের ফোনে থ্রিপল রিয়ার ক্যামেরা ব্যবহার করতে যাচ্ছে।
আরো পড়ুনঃ সাশ্রয়ী মূল্যে স্যামসাং এম১০
ভিভোর পক্ষ থেকে বিভিন্ন সংবাদ মাধ্যমে উন্মোচন ইভেন্টের আমন্ত্রণ পত্র পাঠানো হয়েছে। আমন্ত্রণ পত্রে ২০ ফেব্রুয়ারী উন্মোচনের তারিখ উল্লেখ করা হয়েছে। তবে এতে উল্লেখ নেই কোন স্মার্টফোন উন্মোচন করা হবে তবে এর ছবিতে পপআপ ক্যামেরা দেখা গেছে। তা থেকেই বুঝা যাচ্ছে ভিভো ভি১৫ প্রো উন্মোচিত হতে যাচ্ছে।
আরো পড়ুনঃ ৫০০০মি.অ্যাম্প ব্যাটারির স্যামসাং এম২০
এতে ডিসপ্লের নিচে ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করা হয়েছে। এতে হেডফোন জ্যাক থাকছে।
এখন দেখা যাক ভবিষ্যতে আর কি কি তথ্য জানা যায়। আর জানতে চাইলে আমাদের সাথে থাকতে হবে।