মোবাইল-ম্যানিয়াটেক গুজব

চিকন বেজেলে মিইজু ১৬এস!

মিইজুর নতুন ফ্ল্যাগশিপ ফোন মিইজু ১৬এস এর বিভিন্ন তথ্য ইন্টারনেট দুনিয়াতে ফাঁস হয়েছে। ফোনটিতে অনেক চিকন বেজেল ব্যবহার করা হয়েছে। এছাড়া এতে থাকছে স্ন্যাপড্রাগণ ৮৫৫ চিপসেট, ৪৮ মেগাপিক্সেলের ক্যামেরাসহ আরো আকর্ষণীয় ফিচার।

সম্প্রতি ফোনটির একটি ছবি ফাঁস হয়েছে, তাতে দেখা যাচ্ছে ফোনটিতে থাকছে খুবই চিকন বেজেল। এর ফলে ফোনটির ডিসপ্লের আকার অনেক বড়। ফোনটি ডান দিকে বেজেলের মধ্যে রয়েছে এর সেলফি ক্যামেরা।

চিকন বেজেলে মিইজু ১৬এস! 2

মিইজু ১৬এস এবং ১৬এস প্লাস মডেলের দুটি ফোন নিয়ে আসবে প্রতিষ্ঠানটি। মিইজু ১৬এস ফোনের ডিসপ্লের আকার ৬.২ ইঞ্চি এবং ১৬এস প্লাস এর ৬.৭৬ ইঞ্চি। দুটি ফোনেই ১০৮০+ পিক্সেলের অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এবং সুরক্ষার জন্য গরিলা গ্লাস ৬ ব্যবহার করা হবে।

Meizu 16s leaked photos Meizu 16s leaked photos
ছবিঃ মিইজু ১৬এস

ফোনগুলোতে কোয়ালকম স্ন্যাপড্রাগণ ৮৫৫ প্রসেসর ব্যবহার করা হবে। ফোনটির পেছনে থাকছে ৪৮ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৫৮৬ ক্যামেরা। সেলফি ক্যামেরা সম্পর্কে এখনো জানা যায়নি।

ফোনটিতে ৩ হাজার ৬০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ব্যবহার করা হয়েছে। ফাস্ট চার্জিং সুবিধা থাকছে। মিইজু ১৬এস এবং ১৬এস প্লাস মে মাসে উন্মোচন করা হতে পারে। ফোন দুটির মূল্য হতে পারে ৩ হাজার ৩০০ ইউয়ান (৪১ হাজার ৩৯০ টাকা)।

তথ্যঃ জিএসএমএরিনা 

ইরফান

জানতে এবং জানাতে ভালোবাসি। তবে প্রযুক্তি নিয়ে জানার আগ্রহটা আরো বেশি তাই নিজে যা জানি তা তুলে ধরি টেকমাস্টার ব্লগ এবং টেকি নাউ। প্রয়োজনে যোগাযোগঃ ফেসবুক টুইটার বিশেষ প্রয়োজেনে ইমেইল hi.mdirfan07@outlook.com

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।