উন্মোচিত হুয়াওয়ে এনজয় ৯ই
চীনে উন্মোচিত হয়েছে হুয়াওয়ের নতুন স্মার্টফোন হুয়াওয়ে এনজয় ৯এস এবং ৯ই। ফোন দুটি মূলত মিড বাজেটের বাজারকে টার্গেট করেই উন্মোচন করা হয়েছে। চলুন জেনে নেওয়া যাক, হুয়াওয়ে এনজয় ৯ই এর পুরো স্পেসিফিকেশন।
ডিসপ্লেঃ
ফোনটিতে থাকছে ৬.০৯ ইঞ্চি এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে। এর রেজুলেশন ৭২০*১৫৬০ পিক্সেল এবং রেশিও ১৯.৫ঃ৯। স্ক্রিন থেকে বড়ির রেশিও ৭৯.২%।
চিপসেটঃ
এতে ২.৩ গিগাহার্জের কোয়াড কোর মিডিয়াটেক হেলিও এ২২ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এর জিপিউ পাওয়ার ভিআর জিই৮৩২০।
র্যাম ও স্টোরেজঃ
ডিভাইসটিতে ৩ জিবি র্যাম এবং ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ ব্যবহার করা হয়েছে। যা মাইক্রো এসডি কার্ড দিয়ে ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। মেমরি কার্ড ব্যবহার করার জন্য রয়েছে মেমরি কার্ড স্লট।
আরো পড়ুনঃ মিড বাজেটের বাজারে হুয়াওয়ে এনজয় ৯এস
ক্যামেরাঃ
ফোনটির পেছনে রয়েছে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা। এর অ্যাপার্চার এফ/১.৮। এটি দিয়ে ১০৮০ পিক্সেলে ভিডিও রেকর্ড করা যাবে।
সেলফি তোলার জন্য রয়েছে ৮ (অ্যাপার্চার এফ/২.০) মেগাপিক্সেলের ক্যামেরা। ১০৮০ পিক্সেলে ভিডিও ধারণ করা যাবে।
ব্যাটারি ও ওএসঃ
এতে ৩ হাজার ০২০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এতে ফাস্ট চার্জিং নেই।
এর অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড ৯.০ পাই এবং হুয়াওয়ের নিজস্ব ইএমইউআই ৯.০।
অন্যান্যঃ
এতে হেডফোন জ্যাক ও রেডিও রয়েছে। ফোনটির পেছনে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
রঙ ও দামঃ
ফোনটি কালো, নীল ও সোনালি রঙে বাজারে পাওয়া যাবে।
হুয়াওয়ে এনজয় ৯ই এর মূল্য ধরা হয়েছে ৯৯৯ ইউয়ান (১২ হাজার ৪৭৫ টাকা)।
ফোনটি চীনের বাজারে ২রা এপ্রিল থেকে পাওয়া যাবে।