দেশে অফিশিয়ালি আসছে না রেডমি নোট ৭ প্রো?
অফিসিয়ালি দেশের বাজারে আসবে না শাওমি রেডমি নোট ৭ প্রো, এমন খবরই জানিয়েছে শাওমির দক্ষিণ এশিয়ার রেজিওনাল ডিরেক্টর জন চেন। ফোনটি শুধুমাত্র চীন এবং ভারতের বাজারে পাওয়া যাবে, অন্যান্য দেশে ছাড়া হবে না।
অন্যন্য দেশে রেডমি নোট ৭ উন্মোচন করা হবে।
Dear Mi FansAs much as I would like to, I regret to inform everyone that Redmi Note 7 Pro will NOT have the official…
Gepostet von John Chen am Sonntag, 24. März 2019
রেডমি নোট ৭ ভারতের বাজারে ১২ মেগাপিক্সেলের ক্যামেরায় পাওয়া যাচ্ছে। তবে অন্যন্য দেশ এমনকি চীনেও ফোনটির মূল ক্যামেরা ৪৮ মেগাপিক্সেলের। তবে ভারতের বাজারে রেডমি নোট ৭ প্রো এর ক্যামেরা ৪৮ মেগাপিক্সেলের। এছাড়া নোট ৭ প্রো দিয়ে ৪কে ভিডিও রেকর্ড করা যাবে আর নোট ৭ দিয়ে ১০৮০ পিক্সেলে ভিডিও রেকর্ড করা যায়।
আরো পড়ুনঃ শাওমি রেডমি নোট ৭ প্রো
চিপসেটেও ছিলো ভিন্নতা, নোট ৭ প্রো তে স্ন্যাপড্রাগণ ৬৭৫, জিপিউ অ্যাড্রিনো ৬১২ ব্যবহার করা হয়েছে আর নোট ৭ স্ন্যাপড্রাগণ ৬৬০, জিপিউ অ্যাড্রিনো ৫১২ ব্যবহার করা হয়েছে।
সম্প্রতি রেডমি নোট ৭ থাইল্যান্ড এবং ফিলিপিন্সে উন্মোচন করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে জানা গেছে, রেডমি নোট ৭ দেশের বাজারে অফিসিয়ালি উন্মোচিত হচ্ছে ৩১ মার্চে।
আরো পড়ুনঃ রেডমি নোট ৭: ৪৮ মেগাপিক্সেল ক্যামেরায়
তবে শাওমি প্রেমিরা অপেক্ষায় ছিলো রেডমি নোট ৭ প্রো এর, জন চেনের পোস্টের পর তাই অনেকের মাঝে ক্ষোভ দেখা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে শাওমি ভক্তরা এটি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে।
prices