ফিটন্যাস ট্র্যাকারঃ মি ব্যান্ড ৪ আসছে!
বাজেট ফিটন্যাস ট্র্যাকার হিসেবে ১৫০০-২৫০০ টাকায় ওয়্যারেবল স্মার্ট ফিটনেস ট্র্যাকার কিংবা ব্যান্ড এর তালিকায় শাওমি’র মি ব্যান্ড শীর্ষে। তারই ধারাবাহিকতায় প্রায় বছরখানেক এর ব্যবধানে মি ব্যান্ড ৩ এর নতুন ভার্শন ব্যান্ড ৪।
কেমন দেখতে মি ব্যান্ড ৪ঃ
দেখতে অনেকটা ব্যান্ড ৩ এর মত হলেও এতে এখনো নিশ্চিত করে বলা যাচ্ছেনা বড় ডিসপ্লে হবে নাকি হুয়াওয়ের মত করে কালার ডিসপ্লে আসবে।
তবে এতটুকু নিশ্চিত আসছে এনএফসি এডিশন, তবে সেটাও চায়না এডিশন এ।
এছাড়াও ব্লুটুথ ভার্শন ৫ থাকছে এতে যা কম এনার্জি খরচ করবে।
তবে জিল্পনা কল্পনা আছে এতে পিপিজি মনিটরের বদৌলতে ইসিজি মনিটরিং থাকতে পারে।
উল্লেখ্যঃ মি ব্যান্ড সিরিজের বিশেষ মূল্যের কারনে ১৭ দিনে ১ মিলিয়ন ব্যান্ড সেল হয়েছিলো।
দেখা যাক কি কি চমক নিয়ে মি ব্যান্ড ৪ হাজির হয়।