এস এস সি / এইচ এস সি ফলাফল
এস এস সি এইচ এস সি পরীক্ষার ফলাফল: মোবাইল, এডুকেশানবোর্ড ও লোডজনিত সমস্যার কঠিন সমাধান
এই সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য অবশেষে ফলাফলের দিন ধার্য্য হল। আজ টেকপ্রেমী তুসিন আহমেদের মাধ্যমে জানবো কিভাবে ওয়েবসাইটের মাধ্যমে এবং মোবাইলে রেজাল্ট পাওয়া যায় তার পূর্ন বিবরন….
এ সম্বন্ধে ২০১৩ সালের প্রথম আলোর সংবাদ থেকেই কোট করছি
“হরতালের মধ্যেই বৃহস্পতিবার এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তাসলিমা বেগম মঙ্গলবার এ তথ্য জানান।গত ৩ ফেব্রুয়ারি দেশের ২ হাজার ৭৫৮টি কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। অংশ নেন ১৩ লাখ ৩ হাজার ২০৩ জন শিক্ষার্থী।
শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী বলেন, “বৃহস্পতিবার সকালে বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রধানমন্ত্রীর কাছে ফলাফলের কপি হস্তান্তর করবেন।””
ফলাফল যেভাব জানা যাবে
উপায় ১. ওয়েব সাইট থেকে:
প্রতিবারের মত এবারও শিক্ষার্থীরা রেজাল্ট পাওয়ার ক্ষেত্রে বেগ পাবে । কারন, একসাথে এতজন এডুকেশন বোর্ড এর সাইট এ ঢোকার ফলে সাইট খুব স্লো হয়ে যায় । টেলিটক প্রতিবারের মতই এই সমস্যা থেকে মুক্তির একটা রাস্তা তৈরি করে দেয় ।
http://www.educationboardresults.gov.bd/lite/index.php এই সাইট থেকে আপনারা আপনাদের রেজাল্ট দেখতে পারবেন এবং ডাউনলোডও করতে পারবেন।
কিন্তু এই সাইটে লোডের কারনে ঢুকা সম্ভব হয় না।তাই এই দুইটি প্রক্সি সাইটে ট্রাই করে দেখুন
প্রক্সি সার্ভার এক:http://sscresult2.eu01.aws.af.cm/lite/index.php
প্রক্সি সার্ভার দুই:http://sscresult.aws.af.cm/lite/index.php
উপায় ২. মোবাইলের মধ্যমে
►যে কোন মোবাইল থেকে SMS-এর মাধ্যমে ফলাফলঃ Massage অপশনে গিয়ে সাধারণ বোর্ডের জন্য SSC ও মাদ্রাসা বোর্ডের জন্য Dakhil লিখে <Space> বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে <Space> রোল নম্বর <Space> পাশের সন লিখে Send করুন 16222 নম্বরে। ফিরতি মেসেজে আপনার রেজাল্ট পেয়ে যাবেন।
যেমন
►SSC<Space>Dha<Space>123456<Space>2012 send to 16222
অর্থাৎ আপনি যদি ঢাকা বোর্ডের পরীক্ষার্থী হন এবং আপনার রোল যদি ১২৩৪৫৬ হয়। তাহলে আপনার মেসেজ টি হবে-
►SSC Dha 123456 2013
আপনি মাদ্রাসা বোর্ডের হলে নিচের মত করে ম্যাসেজ পাঠান।
►Dakhil<Space>Mad<Space>123456<Space>2012 send to 16222
আর আপনি কারিগরি শিক্ষা বোর্ডের হলে নিচের মত করে ম্যাসেজ পাঠান।
►SSC<Space>Tec<Space>123456<Space>2012 send to 16222
নিচে সকল বোর্ডের কী ওয়ার্ড দেয়া হল
►DHA = Dhaka Board
►COM = Comilla Board
►RAJ = Rajshahi Board
►JES = Jessore Board
►CHI= Chittagong Board
►BAR = Barisal Board
►SYL = Sylhet Board
►MAD = Madrasah Board
►DIN = Dinajpur Board
যারা পরীক্ষা দিয়েছে তাদের জন্য রইল শুভ কামনা। ফলাফল যেন সবার ভাল হয় এই কামনা করি। আর ফলাফল ভাল না হলে মন খারাপ করার কারন নেই।
ভাল মানুষ হতে হলে পরীক্ষার পাস করতে হয় না 🙂 পরের বার অবশ্যই সফলাত আসবে।
কবি বলেছেন,
“একবার না পারিলে দেখ শত বার।”
ভাল থাকুন সবাই
ভাই এস এস সি ২০১৯ সালের রেজাল্ট কবে দিবে কেউ জানেন???
ধন্যবাদ
আপনার পোস্টই খুবই গুরুত্বপূর্ণ আমি এখান থেকে এসএসসি ফলাফল পেয়েছি। আপনার মত আমার ও একটি শিক্ষা বিষয়ক সাইট আছে ওখান থেকেও এসএসসি ফলাফল জানা যাই।
এস এস সি পরীক্ষার ফলাফল ২০১৬ সবার আগে জানতে এই লিঙ্কে ক্লিক করুন.
আমার নাম মোঃমিজানুর রহমান আমি এবার এস এস সি পরীক্ষা দিছি সবার কাছে আমার ফলাফল এর জন্য দোয়া কামনা করি। আমাকে একটু ফোন করিও বন্ধু ০১৯৮১১২৪১২৩