নিয়ম-নীতি
টেকমাস্টার ব্লগ হবে তথ্য প্রযুক্তি বিষয়ক এক উন্মুক্ত কোলাহলপূর্ণ কেন্দ্রস্থল। তাই গতানুগতিক নীতিমালা না করে ব্লগের পরিবেশ বজায় রাখতে নিম্নের নিয়ম নীতি গুলো দাড় করানো হলঃ
নথি (পোষ্ট)/কমেন্ট করা সংক্রান্ত নিয়ম-নীতি
১. সকল প্রকার স্প্যামিং, অফটপিক, উস্কানি পরিত্যাজ্য।
২. প্রযুক্তি বিষয়ক সৃজনশীল, তথ্যবহুল ও মানসম্মত ব্লগ-নথি টেকমাস্টার ব্লগ প্রাধান্য পাবে।
৩. নথিতে প্রাধান্য পাবে বাংলা ভাষা, তবে টেকনিক্যাল টার্মগুলো ইংরেজীতে লেখা যাবে।
৪. স্ব-লিখিত ব্লগ পোষ্ট ব্যতীত পোষ্ট প্রকৃত টেকপ্রেমীর নাম মূল লিঙ্ক সহ প্রকাশ করতে হবে।
৫. ব্লগ পোষ্টের এক বা একাধিক অংশের পর অন্য লিঙ্কে রি-ডিরেক্ট করা যাবেনা।
৬. ডাউনলোড লিঙ্কের জন্য অফিশিয়াল সাইটের লিঙ্ক প্রাধান্য পাবে।
৭. রেফারাল লিঙ্ক কিংবা অন্য কোন ব্যক্তিস্বার্থ হাসিলের উদ্দেশ্যে পোষ্ট করা বর্জনীয়।
৮. জমাকৃত লেখা মান সম্পন্ন করতে যে কোন ধরনের পরিবর্তন/পরিবর্ধন করার অধিকার টেকমাস্টার ব্লগ কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
নিয়ম-নীতির পরিবর্তন সংক্রান্ত নিয়ম-নীতি
- টেকমাস্টার ব্লগ নিয়ম-নীতি যে কোন প্রয়োজনে একাংশ/সম্পূর্ণ পরিবর্তন, পরিমার্জন ও পরিবর্ধন করার অধিকার টেকমাস্টার ব্লগ বহন করে।
- কোন এক বা একাধিক নিয়মনীতি ভঙ্গের জন্য টেকমাস্টার ব্লগ যে কোন সময় কোন আগাম বিজ্ঞপ্তি দিয়ে বা না দিয়ে যে কোন টেকপ্রেমীকে অপসারন বা বিভিন্ন মেয়াদে নিষিদ্ধ করার অধিকার সংরক্ষণ করে।
সাহায্য নথি সমূহ
সর্বশেষ হালনাগাদ: শুক্রবার জুলাই ১৫, ২০১৬
ভালো হয়েছে । কিন্তু আমরা কি লিখতে পারবো না ???
আপনারা সব সময়ই লিখতে পারবেন
Pingback: তথ্য-প্রযুক্তিতে বিকাশের স্বাধীনতার লক্ষ্যে মাষ্টার ব্লগের যাত্রা শুরু | টেকমাষ্টারব্লগ