ফ্রিল্যান্স

বাংলা ব্লগ লিখে আয়

অনলাইনে বাংলায় তথ্য প্রযুক্তি বিষয়ক মানসম্পন্ন ব্লগিং সাইট গড়ে তোলার লক্ষ্যে ২০১০ থেকেই কাজ করে যাচ্ছে ‘টেকমাস্টার ব্লগ’। আমাদের নিজ মাতৃভাষায় তথ্য-প্রযুক্তিকে সকলের কাছে পৌঁছে দেয়াই আমাদের মূল উদ্দেশ্য। ব্লগিং এর মাধ্যমে আপনার পছন্দের টেকনোলজি সংক্রান্ত যেকোনো তথ্য তুলে ধরতে পারেন এই ব্লগে। আপনি যদি টেকপ্রেমী হন আর লেখালেখি পছন্দ করেন তাহলে যুক্ত হতে পারেন আমাদের সাথে।

কেন যুক্ত হবেন / টেকমাস্টারব্লগ এ লিখবেন?


বাংলাভাষায় টেকনোলজি বিষয়ক যেকোনো তথ্য জানতে ও অন্যকে জানাতে যোগ দিতে পারেন ‘টেকমাস্টার ব্লগ’ এ। অবসর সময়ে ঘরে বসে ব্লগিং এর মাধ্যমে আয়ও করতে পারবেন। এর জন্য ইংরেজি ভাষায় ও বাংলা বানানে দক্ষতা থাকলেই চলবে।

আমি নিজেও একজন ব্লগার হিসেবে ‘টেকমাস্টার ব্লগ’ এর সাথে যুক্ত। এখানেই আমার ব্লগ লেখার যাত্রা শুরু। আর আমার অভিজ্ঞতাও দারুন। সবচেয়ে মজার বিষয় হল টেকনোলজিকে জানার অনেক বেশি সুযোগ পেয়েছি এর মাধ্যমে। রোজ শিখছি নতুন কিছু। যা আগে ভাবতেও পারিনি। রোজই কোন না কোন বিষয় নিয়ে লিখতে ইচ্ছা হয়। এখন ব্লগিং করা আমার কাছে নেশার মত। আপনিও চাইলে একে নিজের নেশায় পরিণত করতে পারেন।

ভলান্টিয়ারি লিখতে চাইলেও সুস্বাগতম। হোক না বাংলা ভাষায় তথ্য প্রযুক্তি চর্চা 🙂 

কি লিখতে হবে / কোন বিষয়ে লিখবেন?


টেকনোলজি সংক্রান্ত যেকোনো বিষয়ে লিখতে পারবেন আপনার ইচ্ছামতো। তা হতে পারে টেকনোলজির কোন সংবাদ কিংবা কম্পিউটার হার্ডওয়্যার বা সফটওয়্যার বিষয়ক তথ্য কিংবা নতুন কোন হ্যান্ডসেট বা ট্যাবলেটের খবর কিংবা হ্যাকিং ও সাইবার নিরাপত্তাসহ যেকোনো বিষয়।

লেখার নিয়ম-কানুন


ব্লগ পোষ্ট সংক্রান্ত টেকমাস্টারব্লগের সাধারন নিয়ম-নীতি ‘র পাশাপাশি নিচের নিয়মাবলির সাথে একাত্মতা ঘোষনা করতে হবে।

১. লেখকের নিজের লেখা অথবা গবেষনা বিষয়ক হতে হবে।

২. প্রযুক্তি বিষয়ক অনুবাদিত হলে, বিভিন্ন সোর্স থেকে কনফার্মড হয়ে সূত্র উল্লেখ করতে হবে।

৩. পেইড অথরদের ক্ষেত্রে লেখা পূর্ব প্রকাশিত কিংবা পরবর্তিতে প্রকাশ যোগ্য হবেনা। এক্ষেত্রে লেখার কপিরাইট টেকমাস্টারব্লগ এর থাকবে।

৩.১. পূর্ব প্রকাশিত কোন লেখা প্রকাশের ক্ষেত্রে ভলান্টিয়ারি পোষ্ট হিসেবে কাউন্টেবল।

৪. নিতান্তই ব্যাক্তিগত স্পেস এ লেখা শেয়ারের ক্ষেত্রে ব্লগের লিংক সংযুক্ত করে থাকবেন।

৫. প্রত্যেক লেখা নিজের ফেসবুক প্রোফাইল অথবা পেইজে শেয়ার করা প্রশংসনীয়।

লেখার দৈর্ঘ্যঃ


৩০০-৭০০ শব্দে ব্লগ লিখতে হবে। তবে লেখার বিষয় অনুযায়ী ব্লগের শব্দ সংখ্যা বেশিও হতে পারে।

লেখার সংখ্যাঃ


দৈনিক ১/২টি লেখা দিলেই যথেষ্ট। সপ্তাহে কমপক্ষে ৫ টি লেখা দিতে হবে।

মাসিক ফিঃ


লেখার মান ও সংখ্যা অনুযায়ী।

তবে নিউজ হলে সর্বনিম্ন ২০০ শব্দের, প্রোডাক্ট রিভিউ’র ক্ষেত্রে ৩০০+ শব্দ, টিউটোরিয়াল এর ক্ষেত্রে ৪০০ শব্দ এবং প্রতিবেদন হলে ৫০০ শব্দের উপরে হতে হবে।

মাসিক ফি প্রদানের উপায়ঃ


যেভাবে আপনার সুবিধা হয় (বিকাশ, রকেট কিংবা হাতেহাতে)।

প্রতি মাসের পেমেন্ট পরবর্তী মাসের ১০/১৫ তারিখের পরে প্রদেয়।

প্রশ্নঃ- আমি কিভাবে শুরু করবো?
উত্তরঃ- ব্লগ লিখতে সাইন আপ করলেই শুরু করতে পারেন।

প্রশ্নঃ- আমি কয়টা আর্টিকেল লিখতে পারবো?
উত্তরঃ- আর্টিকেল লিখার কোন লিমিট নেই, নিয়ম অনুযায়ী ব্লগে প্রকাশিত আর্টিকেলটির জন্য সম্মানি পাবেন।

প্রশ্নঃ- লেখক আর কন্ট্রিবিউটর কি আলাদা?
উত্তরঃ- হ্যাঁ, যারা ৯৯৯+ ও ৫৫০+ শব্দের আর্টিকেল গুলো লিখতে সক্ষমরাই ব্লগের লেখক। তাদের নির্দিষ্ট নিয়ম নেমে আর্টিকেল লিখতে হবে এবং অবশ্যই টপিক গুলো ব্লগের এডিটরগন গাইড করবেন। কন্ট্রিবিউটর গন ব্লগের যেকোনো ক্যাটাগরিতে লিখতে পারবেন, তবে প্রত্যেকটি পোষ্ট ম্যানুয়াল রিভিউ করেই প্রকাশিত হবে।

প্রশ্নঃ- পূর্বে প্রকাশিত কোন লেখা কি দিতে পারবো?
উত্তরঃ- হ্যাঁ, পারবেন, কিন্তু অনলাইনে প্রকাশিত থাকলে ভলান্টিয়ার কন্টেন্ট হিসেবে গন্য হবে।

প্রশ্নঃ- আমি কি ফেসবুকে লিংক শেয়ার করতে পারবো?
উত্তরঃ- হ্যাঁ, আপনি ব্লগ ছাড়াও যেকোনো ব্লগ/ওয়েবসাইট জায়গায় লিংক শেয়ার করতে পারেন।


প্রযুক্তি প্রেমিদের সত্যিই এ এক বিরাট সুযোগ, একে তো নিজেদের অসাধারণ কমিউনিটি তৈরি করতে পারবেন, সাথে কিছু টাকা উপার্জন করতে পারলেও বা ক্ষতি কিসে? ইচ্ছুক লেখক ভাইয়েরা দ্রুত অ্যাপ্লাই করে ফেলুন, আর কমিউনিটিকে আপনার টেক নলেজ শেয়ার করে তাক লাগিয়ে দিন!

আর হ্যাঁ, আপনি নতুন ওয়েবসাইট তৈরী করতে চাচ্ছেন? ধ্রুবক অল রাউন্ডার ওয়েব হোস্টিং ট্রাই করতে পারেন, এদের প্রিমিয়াম সার্ভার কোয়ালিটি ও ২৪/৭ লাইভ সাপোর্ট আপনাকে নতুন অভিজ্ঞতা প্রদান করবে। তবে এখান থেকে বেস্ট হোস্টিং প্ল্যান গুলো এক্সপ্লোর করতে পারেন!

আমরা আমাদের ব্লগিং সাইটে লেখার জন্য কিছু সংখ্যক পেশনেট পার্ট টাইমা লেখক-লেখিকা খুঁজছি। আগ্রহী হলে আপনার তথ্যসমূহ টেকমাষ্টারব্লগের ফেসবুক পেইজে সিভি আকারে জমা দিয়ে যোগাযোগ করুন।

9 thoughts on “বাংলা ব্লগ লিখে আয়

  • Biplob

    বেকারদের জন্য এটা বেশ কাজে দিবে ।

    Reply
  • অনেক সুন্দর পোস্ট।অনলাইন আয়ের একটি জনপ্রিয় পেশা হলো আর্টিকেল রাইটিং। ধন্যবাদ আপনাকে গুরুত্বপূর্ণ একটি বিষয় জানানোর জন্য । অনলাইন আয় সম্পর্কে জানতে ভিজিট করুন সাইটটি!

    Reply
  • শুরু থেকে শেষ পর্যন্তই পড়লাম। বেশ ভাল করে গুছিয়ে লেখছেন। অনেক কিছু জানলাম। ধন্যবাদ।

    Reply
  • ইচ্ছুক

    আমি লিখতে ইচ্ছুক! আমার অভিজ্ঞতা রয়েছে!

    Reply
    • লাকি এফএম

      তো শুরু করে দিন

      Reply
  • Sajid

    খুব ভালো উদ্যোগ

    Reply
  • অজ্ঞাতনামা কেউ একজন

    ভালো লাগলো।

    Reply
  • খুব সুন্দর একটি লিখা। আশাকরি অনেকের কাজে আসবে। এছাড়া কেউ যদি সহজে বাংলা আর্টিকেল লিখে আয় করতে চায় তাহলে bdmotivatorDOTcom এ রাইটার হিসেবে যোগদান করতে পারে। বিস্তারিত আমাদের ব্লগে পাবেন। ভাল থাকবেন সবাই।

    Reply
  • অজ্ঞাতনামা কেউ একজন

    আপনার লাভ কি??

    Reply

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।