গুগলের হিডেন টিপস এবং ট্রিক্স (পর্ব-১)
সার্চ জায়েন্ট গুগল আমরা নিয়মিত বিভিন্ন প্রয়োজনে ব্যবহার করে থাকি। কিন্তু গুগলের রয়েছে অনেক লুকানো ফিচার যা আমরা অনেকে জানি না। আমি ইরফান আপনাদের সাথে শেয়ার করবো গুগলের অসাধারণ সব টিপস এবং ট্রিক্স। ১ম পর্বে থাকছে ১০ টি টিপস এবং ট্রিক্স। চলুন তাহলে জেনে নিই।
১। সূর্যোদয় এবং সূর্যাস্ত
সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় দেখার জন্য গুগলে Sunrise in ## এবং Sunset in ## লিখে সার্চ করতে হবে। লোকেশন অফ থাকলে হ্যাশের জায়গায় আপনার স্থানের নাম লিখতে হবে।
২। আবহাওয়া
আবহাওয়া জানতে গুগলে forecast in ## লিখে সার্চ করুণ। হ্যাশের জায়গায় আপনার স্থান লিখতে হবে।
৩। ব্যারেল রোল
সার্চে Do a barrel roll লিখুন আর মজা দেখুন।
৪। ফ্লাইট
বিমানের ফ্লাইট সম্পর্কে জানতে গুগলে ফ্লাইটের নাম এবং নাম্বার লিখে সার্চ করুণ।
৫। বিভিন্ন এঙ্গেলে গুগল
গুগলকে অন্যভাবে দেখার জন্য সার্চ বক্সে askew লিখুন আর মজা দেখুন।
৬। গুগল গ্রাভিটি
গুগল সার্চ বক্সে google gravity লিখুন। এরপর দেখুন কি হয়।
৭। প্যাকম্যান
সার্চ বক্সে google pacman লিখুন আর খেলুন।
৮। এরিয়া কনভার্ট
গুগলের মাধ্যমে খুব সহজে আপনি যেকোনো ধরণের পরিমাপ খুব সহজে করতে পারবেন। সার্চ বক্সে নির্দিষ্ট বিষয়বস্তু লিখে সার্চ করতে হবে।
৯। কারেন্সি কনভার্টার
যেকোনো কারেন্সির হিসেব করতে গুগলকে ব্যবহার করতে পারেন। এই জন্য সার্চ বক্সে এমনভাবে লিখতে হবে 100 usd to bdt। এইভাবে যেকোনো কারেন্সির হিসেব করেতে পারবেন।
১০। টিপ ক্যালকুলেটর
টিপ কত হবে তা জানতে গুগলের সাহায্য নিতে পারেন। এইজন্য গুগলে tip calculator লিখে সার্চ দিতে হবে।
সকল টিপস এবং টিক্স জানতে টেকমাস্টার ব্লগের সাথে থাকুন।