রেডমি নোট ৭ প্রো তে থাকবে আরো বেশি স্টোরেজ
গত মাসে জানুয়ারীতে চীনের বাজারে উন্মোচিত হয়েছিলো রেডমি নোট ৭ তখনই শাওমি ইঙ্গিত দিয়েছিলো রেডমি নোট ৭ প্রো নিয়ে আসার। ৪৮ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৮৬ ক্যামেরা, স্ন্যাপড্রাগণ ৬৭৫ চিপসেট এবং ১২৮ জিবি স্টোরেজ নিয়ে আসছে।
প্রথমে শাওমি জানিয়েছিলো, ৩ জিবি র্যাম + ৩২ জিবি রমের সংস্করণ আনা হবে কিন্তু এখন এর পরিবর্তে ৬ জিবি র্যাম + ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ সংস্করণ নিয়ে আসতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
এখন রেডমি নোট ৭ প্রো নিম্নে উল্লেখিত ভেরিয়েন্টে উন্মোচিত হবেঃ
- ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ
- ৬ জিবি র্যাম ও ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ
- ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ
রেডমি নোট ৭ প্রো এই মাসেই উন্মোচিত হতে পারে। এছাড়া এই মাসেই রেডমি এক্সের ঘোষণা আসতে পারে।